বিশ্বকাপ ব্যর্থতা ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে আইসিসির সাময়িক নিষেধাজ্ঞার মধ্যেই নতুন শুরুর লক্ষ্যে মাঠে নামছে শ্রীলঙ্কা। আজ (শনিবার) থেকে তারা জিম্বাবুয়ের বিপক্ষে সব ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ শুরু করছে। ইতোমধ্যে তিন ফরম্যাটেই ভিন্ন তিনজনকে অধিনায়ক বানিয়ে দল দিয়েছে লঙ্কানরা। কিন্তু মাঠের লড়াইয়ে নামার আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছিটকে গেছেন ওপেনার পাথুম নিশাঙ্কা।

কলম্বোয় প্রথম ওয়ানডে দিয়ে আজ শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের এই সিরিজ শুরু হচ্ছে। ফরম্যাটটির জন্য ঘোষিত স্কোয়াডে ছিলেন নিশাঙ্কা। তিনি ছিটকে যাওয়ায় তার বদলি হিসেবে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী শেভন ড্যানিয়েল। তিনি এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে একটি টি-টোয়েন্টি খেলেছেন, এখনও ওয়ানডেতে অভিষেক হয়নি।

এক বিবৃতিতে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) নিশাঙ্কার অসুস্থতার খবর জানিয়ে বলছে, চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। তিনি ছিটকে গেলেও দলে আগে থেকেই ব্যাকআপ ওপেনার আছে। আজকের ম্যাচে ওপেনিংয়ে দেখা যেতে পারে আভিষ্কা ফার্নান্দো ও অধিনায়ক কুশল মেন্ডিসকে। নতুন করে দলে আসা ড্যানিয়েল সবশেষ লিস্ট ‘এ’ ম্যাচেও পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন। তবুও জিম্বাবুয়ের বিপক্ষে খেলার নিশ্চয়তা নেই এই ওপেনারের। মূলত সম্ভাবনার কথা মাথায় রেখেই দলে নেওয়া হয়েছে তাকে।

সাম্প্রতিক সময়ে দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানদের একজন ছিলেন নিশাঙ্কা, তাই তাকে হারানো বড় ধাক্কা শ্রীলঙ্কার জন্য। গত বছর তিনি ৪৪.২৬ গড় ও ৮৭ স্ট্রাইক রেটে ১১৫১ রান করেন। জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ সফল এই ওপেনার, চার ইনিংসে ব্যাট করে দেশটির বিপক্ষে তার গড় ৮২.৩৩।

উল্লেখ্য, সিরিজের তিনটি ওয়ানডেই (৬,৮ ও ১১ জানুয়ারি) হবে কলম্বোর খেত্তারামায়। ৫০ ওভারের ফরম্যাটটিতে লঙ্কানদের নেতৃত্বভার দেওয়া হয়েছে কুশল মেন্ডিসের কাঁধে। পরবর্তীতে তিনটি (১৪, ১৬ ও ১৮ জানুয়ারি) টি-টোয়েন্টিও একই ভেন্যুতে হবে। সংক্ষিপ্ত ফরম্যাটে স্বাগতিকদের অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।

এএইচএস