গত কয়েকদিন ধরে নিয়মিত অনুশীলন করে যাচ্ছে বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। নিজেদের মাঠ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বেশ সময় নিয়েই বিপিএলের প্রস্তুতি সাজাচ্ছে সোহেল ইসলামের শিষ্যরা। আজ (রোববার) সেখানে দলীয় অনুশীলন শেষে গণমাধ্যমে কথা বলেছেন দলটির তরুণ ক্রিকেটার শামীম পাটোয়ারী।

এ সময় নিজের লক্ষ্য সম্পর্কে শামীম বলেন, ‘নিজেদের প্রস্তুত করার এটাই সবচেয়ে ভালো জায়গা। ইচ্ছেমতো ব্যাটিং করতে পারি। সব মিলিয়ে নিজেকে গুছিয়ে নেওয়ার ভালো জায়গা এটা। উইকেট যেমনই হোক, এটা মানিয়ে নিয়ে আমাদের খেলতে হবে। আমি যেখানে ব্যাটিং করি রান তো সেট করা যায় না। দলের পরিস্থিতি বুঝে আমাদের ব্যাটিং করতে হবে। আমার প্রধান লক্ষ্য হলো– যেখানেই ব্যাটিং করি ম্যাচ শেষ করে আসা।’

সামনে বিপিএল আসর থাকলেও, আন্তর্জাতিক ক্রিকেটের কথা ভেবেই প্রস্তুত হচ্ছেন শামীম, ‘পাওয়ার হিটিং নিয়েই কাজ করছি বেশি বেশি। আন্তর্জাতিক ক্রিকেটে যেন সমস্যা না হয় সেভাবেই নিজেকে প্রস্তুত করছি। কোনো সমস্যা হচ্ছে না। আমি সর্বশেষ কয়েকটি ম্যাচে টানা ভালো খেলেছি। একটা-দুইটা ম্যাচে খারাপ হতেই পারে, হতাশ হওয়ার কিছু নেই। ঘুরে দাঁড়ানোর অনেক সুযোগ আছে।’

শামীম আরও বলেন, ‘সব দল থেকে আমরা একটু ভিন্ন। আমরা সবার আগে অনুশীলন শুরু করেছি। এটা একটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চাপের কিছু নেই। আমি সব সময় তৈরি থাকি। দল যেন যেকোনো পরিস্থিতিতে যেকোনো জায়গায় আমাকে নামাতে পারে এজন্য আমি নিজেকে তৈরি করছি। চেষ্টা করব ম্যাচ শেষ করে আসার। যতক্ষণ সম্ভব উইকেটে থাকার চেষ্টা করব।’

উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি শুরু হয়ে বিপিএলের দশম আসর ১ মার্চ ফাইনাল দিয়ে শেষ হবে। ৭ দলের এই আসরে মোট ম্যাচ হবে ৪৬টি। টুর্নামেন্টটি হবে প্রায় দেড় মাস ব্যাপী। এবারের আসরে মেহেদীর দল রংপুরের আইকন প্লেয়ার হিসেবে আছেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। দেশি-বিদেশি ক্রিকেটারের সমন্বয়ে তারা শক্তিশালী দল গড়েছে। যেখানে আছেন বাবর আজম, নিকোলাস পুরান, মাথিশা পাথিরানা, ব্রেন্ডন কিং কিংবা ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো তারকারা।

এসএইচ/এএইচএস