আর দুদিন (১৯ জানুয়ারি) পরই শুরু হবে বিপিএলের দশম আসর। কিন্তু দলগুলো শেষ সময় পর্যন্ত অধিনায়ক বানানো নিয়ে দ্বিধায় রয়েছে। এর আগে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির ড্রাফট শেষে জানা গিয়েছিল রংপুর রাইডার্সের অধিনায়ক হবেন সাকিব আল হাসান। তবে এবারের আসরে অধিনায়কের দায়িত্ব পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন এই টাইগার অধিনায়ক। সে কারণে রংপুরের অধিনায়ক করা হয়েছে নুরুল হাসান সোহানকে।

আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে দলের অধিনায়কের নাম প্রকাশ করেছেন রংপুরের সিইও ইশতিয়াক আহমেদ। ওই সময় সোহানকে নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন তিনি, ‘অবশ্যই সোহান আমাদের সবসময়কার প্রিয় প্লেয়ার। হি ইজ লাইক মাই ওউন ব্রাদার। সোহান ভালো করলে আমাদের সবার ভালো লাগে। আমি তাকে নিয়ে খুশি।’

রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক আহমেদ

যে কারণে সাকিব নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন, সেটিও জানিয়েছেন রংপুরের সিইও ইশতিয়াক, ‘আমরা সাকিব আল হাসানের কথা ভেবেছিলাম। সাকিবই আমাদের বলেছে ও অধিনায়কত্বের প্রেশার নিতে চায় না। সুতরাং আমরা অধিনায়ক হিসেবে নুরুল হাসান সোহানের নাম ঘোষণা করছি।’

চোখের চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে আছেন সাকিব। তিনিসহ রংপুরের স্কোয়াডে থাকা বাবর আজম ও নিকোলাস পুরানরা কবে আসবেন— সে বিষয়ে ইশতিয়াক বলেন, ‘সাকিব ১৮ জানুয়ারি রাতে ব্যাক করবে ইনশা-আল্লাহ। ১৯ তারিখ অনুশীলন করে ইনশা-আল্লাহ ২০ তারিখের প্রথম ম্যাচ খেলবে। বাবর আজমকে আমরা সেকেন্ড ম্যাচ থেকে পাব। বাবর বোধহয় তার শেষ ম্যাচ ১০ ফেব্রুয়ারি খেলে চলে যাবে, পিএসএলের জন্য তাকে ওই সময় পর্যন্ত এনওসি দেওয়া হয়েছে। নিকোলাস পুরান আসবে ১০ ফেব্রুয়ারির পর যেকোনো সময়। ওর দল যদি আইএল টি-টোয়েন্টিতে আগে বাদ যায় তাহলে, না হলে ১৭-১৮ তারিখের পর থেকে তাকে পাব।’

উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি শুরু হয়ে ১ মার্চ ফাইনাল দিয়ে বিপিএলের দশম আসর শেষ হবে। ৭ দলের এই আসরে মোট ম্যাচ হবে ৪৬টি। টুর্নামেন্টটি হবে প্রায় দেড় মাস ব্যাপী। আসর শুরুর দ্বিতীয় দিন (২০ জানুয়ারি) ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে রংপুর। দেশি-বিদেশি ক্রিকেটারের সমন্বয়ে এবার রংপুর শক্তিশালী দল গড়েছে। যেখানে আছেন বাবর আজম, নিকোলাস পুরান, মাথিশা পাথিরানা, ব্রেন্ডন কিং কিংবা ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো তারকারা।

এসএইচ/এএইচএস