বিপিএলে আজ (শনিবার) দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়েছে ফরচুন বরিশাল। তবে জয়টা খুব একটা সহজ ছিল না তাদের। শেষদিকে মেহেদী হাসান মিরাজ এবং শোয়েব মালিকের ঝোড়ো ব্যাটেই তামিম ইকবালের দল আসরে নিজেদের তৃতীয় জয় তুলে নেয়। শেষ ওভারে দলের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮ রান। ২ বল বাকি থাকতেই সেটি পূরণ করে ফেলেন তারা।

শেষ ওভারের এমন পরিস্থিতিতে ড্রেসিংরুমে কী চলছিল– ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা তাইজুল ইসলামের কাছে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, ‘এরকম কথা তো স্বাভাকিভাবে হয়েই থাকে (তিন বলে তিন ছক্কা)। দেখা যায় যখন এরকম পরিস্থিতি আসে তখন আমরা চিন্তা করি এক ওভারে তিনটা ছক্কা দরকার...তখন চিন্তা করি প্রথম বলে যদি একটা ছক্কা আসে, আমাদের জন্য সুবিধা হবে। আর এতে ব্যাটারও আত্মবিশ্বাস পায়। ’

‘ক্রিকেটে এমন পরিস্থিতি অনেক আসবে। ডাগআউটের কথা বললে, বলতে হয় আমরা ৭০ ভাগ ব্যাকফুটে ছিলাম এই ম্যাচে। ১২-১৩ ওভার থেকে যদি দেখেন। সে জায়গা থেকে এরকম কামব্যাক, মিরাজ-মালিক ভাইয়ের দুর্দান্ত ইনিংস। টেনশনও কাজ করছিল, বলবো না যে টেনশন ছিল না। প্রত্যেকের একটা চিন্তা ছিল যে জিতব কি, জিতব না— এরকম একটা মুহূর্ত ছিল’, আরও যোগ করেন তাইজুল।

মিরাজের ১৫ বলে ৩১ রানের ইনিংস নিয়ে তাইজুল বলেন, ‘খেয়াল করবেন যে, মিরাজ আজই এমন ইনিংস খেলেছে তা না। বিগত দিনগুলোতেও করেছে সে। এটা দলের জন্য ভালো। এরকম পরিস্থিতিতে ভালো ইনিংস খেলা এটা অবশ্যই বড় ক্রিকেটারের লক্ষ্য।’

এসএইচ/এএইচএস