ঘরের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে দ্বারপ্রান্তে গিয়েও শিরোপার হাতছাড়া হয়েছে ভারতের। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। আহমেদাবাদের সেই ক্ষত ভুলে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ফের প্রস্তুত হচ্ছে ভারত। এরই মধ্যে বিশ্বকাপে দল নেতা নিয়েও জল্পনার অবসান ঘটাল দেশটির ক্রিকেট বোর্ড-বিসিসিআই। 

আসন্ন বিশ্বকাপ ভারতের অধিনায়ক কে হবেন, তা নিয়ে কম গুঞ্জন চলছিল না। দীর্ঘদিন টি-টোয়েন্টি দলের বাইরে থাকায় রোহিত শর্মাকে বিশ্বকাপের বিবেচনায় রাখা হচ্ছে না এমন কথা শোনা যাচ্ছিল। আবার কেউ কেউ এমনও দাবি করছিল, রোহিত দলে থাকলেও নেতৃত্ব পেতে পারেন হার্দিক পান্ডিয়া। তবে সম্প্রতি বিসিসিআই সচিব জয় শাহ জানিয়ে দিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক থাকছেন রোহিতই।

আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসছে আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। এখনও দল ঘোষণা হয়নি। তার আগেই বোর্ড সচিব জয় শাহ জানিয়ে দিলেন দলকে নেতৃত্ব দেবেন রোহিত। বলেন, ‘গত বছর ওয়ানডে বিশ্বকাপে টানা ১০টা ম্যাচ জেতার পরেও আমরা আহমেদাবাদে ফাইনালে হেরে গিয়েছিলাম। কিন্তু আমি কথা দিচ্ছি এই বছর বার্বাডোজে রোহিত শর্মার নেতৃত্বেই আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতব।’

সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার একটি অনুষ্ঠানে জয় শাহ এমন মন্তব্য করেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত অধিনায়ক রোহিত, কোচ রাহুল দ্রাবিড় এবং নির্বাচক অজিত আগাকারও। ছিলেন আইপিএল চেয়ারম্যান কোষাধ্যক্ষ অরুণ ধুমাল। ছিলেন সুনীল গাভাস্কার, অনিল কুম্বলের মতো সাবেক ক্রিকেটাররাও।

২০২৩ সালের জানুয়ারি মাস থেকে ভারতের টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়ে আসছেন হার্দিক। কিন্তু একদিনের বিশ্বকাপে গোড়ালিতে চোট লাগে তার। তারপর থেকে এখনও ম্যাচ খেলেননি হার্দিক। অন্যদিকে, রোহিত ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলছিলেন না। এই বছর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তন ঘটে তাঁর। বিশ্বকাপেও রোহিতকে অধিনায়ক হিসেবে দেখতে চাইছে বোর্ড। দল ঘোষণা যদিও এখনও হয়নি।

এফআই