নিজেদের ফাঁদে আটকা ভারত, কোচ বলছেন ‘অপ্রত্যাশিত’
ভারতের রাঁচিতে স্বাগতিকরা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট খেলছে। যেখানে নিজেদের পাতা ফাঁদে আটকে গেছে স্বয়ং ভারতীয় ব্যাটসম্যানরাই। ম্যাচের দ্বিতীয় দিনে গতকাল (শনিবার) ২১৯ রান তুলতেই তারা ৭ উইকেট হারিয়েছে। ফলে সফরকারী ইংলিশদের চেয়ে প্রথম ইনিংসে রোহিত শর্মার দল এখনও ১৩৪ রানে পিছিয়ে। মূলত শোয়েব বশির ও টম হার্টলির ঘূর্ণিতে ব্যাকফুটে অবস্থান ভারতের। যা অপ্রত্যাশিত বলছেন দলটির বোলিং কোচ।
চলতি সিরিজেই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০ বছর বয়সী এই অফ-স্পিনারের। রাঁচিতে নিজের দ্বিতীয় টেস্ট খেলছেন বশির। আজ দ্বিতীয় দিন তিনি বল করেছেন টানা ৩১ ওভার। সে অনুসারে তিনি সাফল্যও পেয়েছেন। ৩৪ ওভারে ৮৪ রান খরচায় পেয়েছেন ৪ উইকেট। ভারতের একজন বাদে পাঁচ টপ অর্ডারের বাকিরা ফিরেছেন তার বলে। এক পর্যায়ে ৪১ ডেলিভারিতে মাত্র ৫ রান দিয়েই ৩টি শিকার করেন।
বিজ্ঞাপন
ভারতের কঠিন দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটি এসেছে যথারীতি যশস্বী জয়সওয়ালের ব্যাটে। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে চলতি সিরিজে দুটি ডাবল সেঞ্চুরি হাঁকানো এই ওপেনার ৭৩ রান করেন। ১১৭ বলের ইনিংসটি ৮টি চার ও এক ছক্কার বাউন্ডারিতে সাজিয়েছেন জয়সওয়াল। দ্বিতীয় উইকেট জুটিতে তার সঙ্গে ৮২ রানের কার্যকরী জুটি বাধেন শুভমান গিল। এরপর স্বাগতিকদের আর কোনো জুটিই বেশিক্ষণ স্থায়ী হয়নি।
— Cricbuzz (@cricbuzz) February 24, 2024
দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের বোলিং কোচ পরশ মামব্রে বলেন, ‘আমাদের এখানে আগে যে খেলাগুলো হয়েছে, সেগুলো বিবেচনা করে বলা যায় যে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উইকেটও ধীরগতির হতে শুরু করে। সাধারণত এই পিচে খেলা যত গড়ায়, তত বেশি মন্থর হয়। তবে আমরা আশা করিনি যে, দ্বিতীয় দিনেই এতটা স্লো হয়ে যাবে। বল এতটা নিচু হয়ে আসবে। পরিবর্তনশীল বাউন্সও ছিল অপ্রত্যাশিত। যে কারণে ব্যাটিং করাটা চ্যালেঞ্জিং হয়ে গিয়েছিল।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
পিচ প্রস্তুতিতে টিম ম্যানেজমেন্টের কোনো ভূমিকা নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত আমি এটিকে র্যাঙ্ক-টার্নার বলব না। আমার মনে হয় না, খুব বেশি বল এমন হয়েছে, যেগুলো তীক্ষ্ণভাবে ঘুরেছে বা খেলার অযোগ্য ছিল। ভেন্যুগুলোর পিচ কেমন হবে, সেটা আমরা মোটেও নিয়ন্ত্রণ করতে পারি না। এখানকার উইকেট সব সময়ই একই রকম। কখনও র্যাঙ্ক টার্নার নয়। এটাই মাটির প্রকৃতি। আমাদের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়নি যে, আমরা র্যাঙ্ক-টার্নারে খেলতে চাই। স্পষ্টতই এখানকার মাটি আমরা রাজকোটে যা দেখেছি, তার চেয়ে আলাদা।’
ব্যাকফুটে থাকা ভারতের সামনে যত রানই আসুক, রানতাড়ার জন্য শিষ্যদের প্রস্তুত থাকতে বললেন মামব্রে, ‘আমাদের ক্রিজে দুই সেট ব্যাটার আছে, যারা নিজেদের ভালোভাবে প্রয়োগ করেছে এবং জুটিতে তারা ইতোমধ্যে ৪২ রানও করে ফেলেছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের ইংল্যান্ডের স্কোরের কাছাকাছি যেতে হবে। এটাই প্রাথমিক লক্ষ্য। তারপর আমরা ঠিক করব, কতটা কাছাকাছি যেতে হবে। ইংল্যান্ড যত রানই করুক না কেন, আমাদের সেই রান তাড়া করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। দ্বিতীয় ইনিংসে আমাদের আরও ভালো ব্যাট করতে হবে।’
এএইচএস