চলতি আইপিএলে একেবারে ফ্লপ ব্যাটারদের তালিকায় শীর্ষেই থাকবে তার নাম। চার ম্যাচে ৩৫, আর যাই হোক মহেন্দ্র সিং ধোনির নামের পাশে এমন স্কোর মানায় না ঠিক। এমন ব্যাটিং ব্যর্থতা তাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে বেশ। তবে এরপরও ধোনিকে দলে চাইছেন ব্রায়ান লারা, সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তিরা। 

এই তো সেদিন, চেন্নাইয়ের বিপক্ষে উইকেটে রীতিমতো জমে গেছেন রাজস্থান ব্যাটার জস বাটলার। তখনই তাকে আউট করেন রবীন্দ্র জাদেজা। এর পেছনে যে অধিনায়ক ধোনিরও অবদান বেশ, সেটা জানালেন গাভাস্কার। বললেন, ‘বাটলার ছয়টা মারল। এরপর বলটা বদলে শুকনো বল আনা হলো, ধোনি বিষয়টা ধরতে পারল। জাদেজাকে হিন্দিতে বলল, বলটা ঘুরবে। হলোও সেটাই। এটাই দারুণ অধিনায়কত্বের নজির। আর ওর বোলিং পরিবর্তন, ফিল্ডিং সাজানো তো আছেই, সব একেবারে নিখুঁত।’

তবে ব্যাট হাতে ধোনির খারাপ সময় কী করে কাটতে পারে সেটাও বাতলে দিয়েছেন গাভাস্কার। বললেন, ‘ও যত ব্যাট করবে, প্রতিযোগিতা গড়ানোর সঙ্গে সঙ্গে ও আরও বেশি ভালো খেলবে। ও যত বেশি চার-পাঁচে ব্যাট করবে, আমরা ওর কাছ থেকে তত বেশি পুরনো দিনের ধোনিকে দেখতে পাব।’

লারাও ধোনিকে চান। তবে ব্যাটার ধোনিকে একটু বিশ্রামে রেখে অধিনায়ক ধোনির কাজ দেখতেই তিনি বেশি আগ্রহী। তিনি বলেন, ‘চেন্নাইয়ের দলটা বেশ ভালো। তাদের অধিনায়ক দারুণ। সে সবাইকে আলাদা আলাদা করে অনুপ্রাণিত করতে পারে। সে শুধু এতেই মনোযোগ দিলে চেন্নাই অনেক এগিয়ে যাবে।’

এনইউ