উপভোগ্য এক বিপিএলই উপহার দিয়েছিল এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বড় রকমের বিতর্ক ছাড়াই এবারের আসর শেষ হয়েছে। ব্রডকাস্টিং থেকে ধারাভাষ্য, সবকিছুতেই দর্শকদের মন ভরিয়েছে বিপিএলের দশম আসর। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসরের পর্দা নেমেছে সপ্তাহ খানেক আগে। এরইমাঝে আভাস পাওয়া যায় নতুন প্রতিদ্বন্দ্বিতার।

আরও নতুন চারটি দল আগামী বিপিএলে অংশগ্রহণের জন্য বিসিবির কাছে নিজেদের আবেদনপত্র জমা দিয়ে রেখেছে। সম্প্রতি এক টিভি চ্যানেলকে এমনটাই জানিয়েছেন বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। তবে এই আবেদনের প্রেক্ষিতে দল বাড়ানোর সম্ভাবনা কম বলেও মন্তব্য করেছিলেন তিনি।

এ প্রসঙ্গে এবার কথা বলেছেন বিসিবি সভাপতি ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনও। তিনি বলেন, 'বলা মুশকিল। ২-৩টি ফ্র্যাঞ্চাইজি যোগ হবে কি না… আমাদের সক্ষমতাও দেখতে হবে। প্রথম কথা হচ্ছে, ফ্র্যাঞ্চাইজি যদি যোগ হয় খরচ অনেক বেড়ে যাবে। দ্বিতীয়ত, সময়। একটা টুর্নামেন্টের জন্য যে সময় আমরা পাই… এই সময়ে না করে যদি সময় একটু এদিক সেদিক করতে পারতাম আমরা আরও ভালো ভালো বিদেশি খেলোয়াড় পেতাম। কিন্তু আমাদের উপায় নেই।'

'দেখুন বিপিএল শেষ হওয়ার সাথে সাথেই শ্রীলঙ্কার সাথে খেলতে হচ্ছে। আমাদের তো ন্যূনতম একটা বিরতি দিতে হয়। এখন আবার প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। তারপর সামনে আরও সিরিজ, এরপর বিশ্বকাপ। এত সময় পাওয়া কঠিন হবে। তৃতীয়ত, বাইরের ঐ অবকাঠামো নেই। স্টেডিয়াম আছে, আনুষঙ্গিক যে জিনিস দরকার সেই সুযোগ নেই। আমাদের পরিকল্পনা হলো এটাকে আরও বড় করব, সারা বাংলাদেশে নিয়ে যাব। কিন্তু আগামীবারেই হবে কি না বলা কঠিন।'

এসএইচ/এইচজেএস