বাংলাদেশ–শ্রীলঙ্কার মুখোমুখি লড়াই মানেই যেন আগুনের উত্তাপ। সেই উত্তেজনার শুরুটা হয়েছিল নিদহাস ট্রফির নাগিন ডান্স থেকে, গত ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড–আউট তার সর্বশেষ সংযোজন। আজ টি-টোয়েন্টির সিরিজ নির্ধারণী ম্যাচে সেই উত্তাপ আবারও টের পাওয়া গেল। ম্যাচে তাওহীদ হৃদয়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন লঙ্কান ক্রিকেটাররা। এরপর ম্যাচ শেষে পুরো সদলবলে তারা টাইমড-আউট উদযাপনও করেছেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ (শনিবার) বাংলাদেশ-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে। টপ অর্ডারদের ব্যর্থতায় শেষ ম্যাচে বাংলাদেশ ২৮ রানের ব্যবধানে হেরেছে। যদিও সেই ব্যবধানটা আরও বড় হতে পারত, আরও বড় লজ্জায় পড়তে পারত টাইগাররা। সেই লজ্জা থেকে বাঁচিয়েছে রিশাদ হোসেনের প্রথম আন্তর্জাতিক ফিফটি। টাইগারদের হারের ব্যবধান কমিয়ে তিনি ফিরেছেন ৩০ বলে ৫৩ রান করে।

এর আগে মাত্র ৩২ রানেই ৬ উইকেট হারিয়ে ম্যাচের অনেকটা সময় বাকি থাকতেই হার অনেকটা নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কাও বড় ব্যবধানে সিরিজ জয়ের ভাবনাতেই ছিল। তাদের সেই ভাবনায় ‍কিছুটা হলেও ছেদ ঘটিয়েছেন রিশাদ হোসেন। সফরকারী বোলারদের নাভিশ্বাস তুলে ঝোড়ো ব্যাটিংয়ে তিনি ফিফটি করেছেন। বিধ্বংসী এই ইনিংস খেলতে গিয়ে ৭টি ছয় হাঁকিয়েছেন রিশাদ। যা দেশের হয়ে টি-টোয়েন্টির এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত ছয়ের রেকর্ড।

হৃদয় আউট হয়ে ফেরার সময় বাদানুবাদ হয় লঙ্কান ক্রিকেটারদের সঙ্গে

এদিকে, ম্যাচ চলাকালে তাওহীদ হৃদয়কে উদ্দেশ্য করে লঙ্কান ক্রিকেটারদের কিছু বলতে দেখা যায়। সেই মন্তব্যে কী ছিল জানা না গেলেও, উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ম্যাচের মাঝেই। ঘটনার উত্থান হৃদয় আউট হওয়ার পর। নুয়ান তুশারার লেংথ থেকে সিমে পড়ে বেরিয়ে যাওয়া বলে ভড়কে গেছেন হৃদয়। তিনি ওঠে যাওয়ার পথে তৈরি হয়েছিল উত্তপ্ত পরিস্থিতি। শ্রীলঙ্কান খেলোয়াড়দের সঙ্গে তার কিছুক্ষণ বাদানুবাদ হয়। পরে আম্পায়ার তানভীর আহমেদ এসে শান্ত করেছেন পরিস্থিতি। ক্রিজে থাকা আরেক ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদও তাদের সামলানোর চেষ্টা চালান।

অন্যদিকে, বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ হারানোর পর ট্রফি নিয়ে উদযাপন করেছে শ্রীলঙ্কা। তবে সেই উদযাপনের সীমা ছাড়িয়েছে সদলবলে তাদের করা টাইমড আউট ভঙ্গি। এ সময় শ্রীলঙ্কার ক্রিকেটাররা হাতের ঘড়ির দিকে ইঙ্গিত করে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে করা সেই আলোচিত ঘটনা মনে করিয়ে দিয়েছেন। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত সময়ে বল মোকাবিলার জন্য প্রস্তুত ছিলেন এই লঙ্কান অলরাউন্ডার। পরে তৎকালীন টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের আবেদনে সাড়া দিয়ে ম্যাথিউসকে আম্পায়ার টাইমড আউটের সিদ্ধান্ত দেন।

ওই ঘটনায় পক্ষে-বিপক্ষে আলোচনা কম হয়নি। চলতি সিরিজেও শরিফুল ইসলাম উইকেট পাওয়ার পর সেই উদযাপন করেছেন। এবার সদলবলে একই উদযাপন করে উত্তেজনায় নতুন মাত্রা দিয়েছেন লঙ্কান ক্রিকেটাররা। বাংলাদেশ-শ্রীলঙ্কার পূর্ণাঙ্গ সিরিজের এখনও দুই ফরম্যাট বাকি। এখন সেই উত্তেজনার পারদ শেষ পর্যন্ত কতটুকু গড়ায় সেটাই দেখার বিষয়। আগামী ১৩ মার্চ থেকে চট্টগ্রামের মাটিতে হবে দু’দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ‍দুই ম্যাচের টেস্ট সিরিজ হবে চট্টগ্রাম-সিলেটে ভাগ হয়ে।

এএইচএস