দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির মালিকদের একজন পার্থ জিন্দাল বেশ কয়েকদিন আগেই জানিয়েছিলেন আসন্ন আইপিএলে অধিনায়ক হয়েই ফিরছেন ঋষভ পান্ত। দলটির উপদেষ্টা সৌরভ গাঙ্গুলিও বলেছিলেন এমন কথাই। তবে হেড কোচ রিকি পন্টিং ভাবছেন ভিন্ন কিছু।

২০২২ সালের ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় বাজেভাবে আহত হন পান্ত। এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। স্বাভাবিকভাবেই খেলেননি কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে। ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্টে সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন পান্ত।

সবকিছু ঠিক থাকলে লম্বা সময় পর আসন্ন আইপিএলেই তাকে মাঠে দেখা যাওয়ার কথা রয়েছে। জানা গেছে, আসরের শুরুর ভাগে শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলতে দেখা যাবে এই উইকেটরক্ষককে। বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে ইতোমধ্যেই বেশ কয়েকটি অনুশীলন ম্যাচ খেলেছেন তিনি।

পন্টিং বলেন, 'এই ব্যাপারে আমাদের বড় সিদ্ধান্তই নিতে হবে। সে যদি ফিট থাকে অবশ্যই সে অধিনায়ক হয়েই মাঠে নামবে। সে যদি পুরোপুরি ফিট না থাকে, তাহলে তাকে আমরা একটি ভিন্ন ভূমিকায় রাখব। তারপর সেখানে আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে।'

'গত দু'সপ্তাহে সে বেশ কিছু অনুশীলন ম্যাচ খেলেছে। এটা আমাদের উৎসাহ দিয়েছে। আমি জানি সে তার ফিটনেস নিয়ে আগের অবস্থানে ফিরে যেতে খুবই কঠোর পরিশ্রম করছে। সে এসব ম্যাচে ফিল্ডিং করেছে। এখন পর্যন্ত ব্যাটিং নিয়ে সে কোনো সমস্যায় পড়েনি। আমি তাকে খেলার মাঠে চাই। দিল্লির কোচ হিসেবে নয় এমনিতেই তাকে আমি খেলতে দেখতে চাই।'-আরো যোগ করেন তিনি।

এইচজেএস