সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে এগিয়ে শ্রীলঙ্কা! এটা বলাই যায়। দ্বিতীয় ইনিংসে আজ (রোববার) দিনশেষে লঙ্কানরা ২১১ রানের লিড পেয়েছে। সেই লিড আরও বাড়িয়ে নেওয়ার আগেই আগামীকাল লঙ্কানদের দ্রুত অলআউট করার লক্ষ্য বাংলাদেশের। টাইগারদের আজকের পারফরম্যান্স ও আগামীকালের লক্ষ্য নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প।

তিনি বলেন, ‘কাল সকাল সকাল দ্রুত উইকেট তুলে নিতে হবে। ওদের ২১১ রানের লিড হয়ে গেছে। লক্ষ্যটাকে ২৫০ রানের মধ্যে রাখতে চাই। পুরো দিনের কথা বললে বলব, ৫১ ওভার ব্যাট করে অলআউট হয়ে গেছি, এটা খুবই হতাশাজনক।’

বাংলাদেশের নতুন এই ব্যাটিং কোচ আরও বলেন, ‘৫১ ওভারের বেশি ব্যাট করতে পারলাম না, ব্যাপারটা খুবই হতাশাজনক। তবে কখনও কখনও এরকম হয়ে যায়। দিনের খেলা শেষ করার আগে আমরা ওদের ৫টি উইকেট ফেলতে পেরেছি। তবে আরও কিছু উইকেট তুলে নিতে পারলে ভালো হতো।’

বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হেম্প

স্বাগতিক ব্যাটাদের ব্যর্থতা নিয়ে কাজ করার কথা জানিয়েছেন হেম্প, ‘শ্রীলঙ্কার পেসাররা আজ দারুণ বল করেছে। ভালো লেংথে বল করেছে। আমার মনে হয় ব্যাটাররা ক্রিজে আটকে থাকার জন্য দুশ্চিন্তায় ছিল। আমরা এটা নিয়ে আজ কথা বলব। ওদের বোলারের মোকাবিলায় কীভাবে মানিয়ে নিতে হয় সেটা নিয়ে কথা বলতে হবে। আমরা রান করতে চাচ্ছি, তবে ক্রিজে একটু বেশি থমকে যেতে হচ্ছে। আবার এমন অনেক বল খেলছে যেগুলো ডিফেন্ড করা উচিৎ।’

উল্লেখ্য, দ্বিতীয় দিন শেষে লঙ্কানরা ১১৯ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে, তবে প্রথম ইনিংসে পাওয়া ৯২ রান মিলিয়ে তাদের মোট লিড দাঁড়িয়েছে ২১১–তে। বাংলাদেশের হয়ে দুই উইকেট শিকার করেছেন নাহিদ রানা। একটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম, মেহেদী মিরাজ ও তাইজুল ইসলাম। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ১৮৮ রানে গুটিয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেছেন তাইজুল।

এসএইচ/এএইচএস