লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে তামিম ইকবাল। এতদিন ফিটনেস ইস্যু দেখিয়ে নিজেকে দলের বাইরে রাখলেও সম্প্রতি ম্যানেজমেন্ট ও দলের ভেতরের নানা সমস্যা সামনে এনেছেন সাবেক এই অধিনায়ক। আর এসব কারণেই বাংলাদেশের জার্সিতে খেলছেন না বলেও জানিয়েছেন তিনি। তামিমের এমন মন্তব্যে বেজায় চটেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তামিমের খেলা, না খেলা নিয়ে কথা বলেন পাপন। বিসিবি সভাপতি বলেন, ‘সামনের বছর কী হবে সেটা তামিম ঠিক করলে তো হবে না। তখনকার পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেবে বোর্ড।’

সর্বশেষ বিপিএলে ত আমিমের নেতৃত্বে শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও ছিলেন দুর্দান্ত ফর্মে। আসরের সেরা রান সংগ্রাহকের পুরস্কার জেতার পাশাপাশি হয়েছিলেন আসরের সেরা ক্রিকেটার। এমন ইনফর্ম তামিমকে জাতীয় দলে দেখতে চান পাপন।

তিনি বলেন, ‘তামিমের এখন কোনো ইনজুরি নেই। বিপিএলে দেখলাম কোনো ইনজুরি নেই, ডিপিএলেও সেদিন দেখলাম ইনজুরির সমস্যা নেই। এখনই তো সে সবচেয়ে ফিট। এখন না খেললে সামনের বছর কী হবে কেউ বলতে পারে? আমি তো মনে করি এখনই খেলা উচিত ওর। এরকম ফিট তামিমকে আমরা অনেক দিন পাইনি।’

‘তামিম সবসময় জালাল ভাইয়ের সঙ্গেই আগে যোগাযোগ করে। তাই আমি বলেছি আপনারাই আগে বসেন তারপর আমি বসব।’-আরও যোগ করেন তিনি।

এইচজেএস