বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাণিজ্যিক পথে হাঁটছে বলে গত দুইদিন ধরে ক্রীড়াঙ্গনে গুঞ্জন ছিল। অবশেষে সেই গুঞ্জনের ডালপালা ভেঙে উত্তর মিলল আজ (রোববার)। এদিন বিসিবির বার্ষিক বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন শেয়ার বিক্রি বা শেয়ার কেনারও কোনো পরিকল্পনা নেই তাদের।

বিসিবি শেয়ারবাজারে যাচ্ছে এর আগে এমন গুঞ্জনই শোনা যাচ্ছিল। তবে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘বিসিবির বাণিজ্যিক প্রতিষ্ঠান হয়ে ওঠার কোনো সুযোগ নেই। এটা বিভ্রান্তিকর তথ্য। ব্যাংকিং কার্যক্রমে গতিশীলতা আনতে আইনি পরামর্শ মেনেই এটা (সংশোধনী) করা হয়েছে। বিসিবি টিভি করার পরিকল্পনার কারণে বিসিবিকে আইনগত কাঠামোর মধ্যে আসতে হবে। এ জন্যই মূলত এই দুটি সংশোধনী। বিসিবির সংশোধনীতে বলা আছে, ঝুঁকিবিহীন বিনিয়োগ। এটা সব সময় আমাদের মাথায় রাখতে হবে।’

বিসিবির শেয়ারবাজারে যাওয়ার গুঞ্জন নিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এক প্রশ্নে বলেন, ‘কে শেয়ার কিনবে? শেয়ার কিনতে যাব কেন?’ এরপর বলেন, ‘আইনের ধারায় অনেক কিছু লেখা থাকে, যেহেতু আইনটা সবার জন্য প্রযোজ্য। কিন্তু আমরা তো সব করব না। আমরা সেটুকুই করব, যেটা আমাদের জন্য প্রযোজ্য। আমরা শেয়ারের ব্যবসা করি নাকি? আমরা তো ক্রিকেট বোর্ড!’

বিসিবির বার্ষিক বোর্ড এই সভায় নতুন বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। যেখানে ২০২৩ সালের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত বিসিবির সম্ভাব্য আয় ধরা হয়েছে ৪৪৬ কোটি টাকা। একই সময়ে তাদের সম্ভাব্য ব্যয় ৪০৭ কোটি টাকা।

এসএইচ/এএইচএস