দেশের ক্লাব টুর্নামেন্টের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডান। আজ (মঙ্গলবার) ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটে দুই দলের মুখোমুখি দেখায় দাপট দেখিয়েছে আবাহনী। নাঈম শেখ ও জাকের আলী অনিকের ফিফটিতে তারা মোহামেডানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। আর এতে লিগের আট ম্যাচ খেলে সবকটিতেই জয় পেয়েছে আবাহনী।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সবমিলিয়ে মাত্র ১৯০ রান তুলতে সক্ষম হয় মোহামেডান। তাদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৫৪ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। পরে সেই রান তাড়ায় ১৫ ওভার হাতে রেখেই আবাহনী জয় তুলে নেয়। এ নিয়ে মোহামেডান ৮ ম্যাচে দ্বিতীয় পরাজয় দেখল, পয়েন্ট টেবিলে তাদের অবস্থান দুইয়ে। চলতি মৌসুমে এখনও অপরাজিত আবাহনী শীর্ষে রয়েছে।

এদিন শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১৫ রানের মাথায় ফেরেন মোহামেডানের দুই ওপেনার ইমরুল কায়েস ও রনি তালুকদার। দুজনকেই ফিরিয়েছেন তাসকিন। এরপর জোড়া শিকার করেন আবাহনীর আরেক পেসার তানজিম হাসান সাকিবও। মাহিদুল ইসলাম অঙ্কনকে ৫ রানে ও রুবেল মিয়াকে ফেরান ১১ রানের মাথায়। ১৯ রানে বিদায় নেন আরিফুল ইসলাম। ৫৭ রানে ৫ উইকেট হারানো মোহামেডানের হাল ধরেন মাহমুদউল্লাহ ও নাসুম আহমেদ। তবে নাসুম ফিরে যান ৩৮ বলে ১০ রান করে।

এরপর আরিফুল হককে নিয়ে ৪০ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ। ব্যক্তিগত অর্ধ-শতক তুলে ৫৪ রান করে বিদায় নেন মাহমুদউল্লাহও। পরে আরিফুল হক করেন ৩৩ রান। পরবর্তীতে আবু হায়দার রনির ব্যাট থেকে আসে ১৫ বলে ২২ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে মোহামেডানের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৯০ রান। আবাহনীর হয়ে ৩ উইকেট শিকার করেছেন তানজিম হাসান সাকিব। এ ছাড়া দুটি উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ।

প্রথম ইনিংসে দারুণ বোলিংয়ে আবাহনীকে জয়ের পথে তুলে দেয় বোলাররাই। রান তাড়ায় তাদের কোনো বেগ পেতে হয়নি। ৫ চার ও ৩ ছক্কায় ৬২ বলে ৬৩ করে আউট হয়ে যান ওপেনার নাঈম শেখ। পরে বাকি কাজ সেরেছেন জাকের আলী। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন চারটি চার আর ছয় ছক্কায় ৯০ বলে ৭৮ রান করে। দ্বিতীয় উইকেট জুটিতে নাঈম-জাকের ১০৬ রান যোগ করেন। আর তাতেই আবাহনীর জয় নিশ্চিত হয়ে যায়। এর আগে ওপেনার এনামুল হক বিজয় মাত্র ১২ রানে ফেরেন। সেই চাপ আরও বড় হয়নি জাকের-নাঈমের জুটিতে। 

মোহামেডানের হয়ে একটি করে উইকেট শিকার করেন আবু হায়দার রনি ও নাসুম আহমেদ।

এএইচএস