শ্রীলঙ্কার বিপক্ষে পুরো সিরিজ থেকেই ছুটি নিয়েছিলেন সাকিব আল হাসান। তবে হঠাৎ করেই আবারও চট্টগ্রাম টেস্টে মাঠে নামেন তিনি। যদিও সাকিব যে খেলবেন সেটা আগে থেকে জানতেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগামীতেও সাকিব টেস্ট ক্রিকেটে খেললে সেটা আগে থেকেই জানতে পারবেন বলে বিশ্বাস শান্তর।

চট্টগ্রামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে শান্ত বলেন, 'সাকিব ভাইয়ের এই দুইটা টেস্ট খেলার মধ্যে আমরা আগে থেকে জানতাম যে উনি সেকেন্ড টেস্টটা খেলবে। আমি বেশ আগে থেকেই জানতাম। সুতরাং অনুশীলন ঠিক ছিল, হ্যাঁ আগে থেকে জানতে পারলে ভালো হবে দলের জন্য এবং আমি আশা করব যে আগে থেকেই জানতে পারব।' 

সাকিবের বয়স ৩৭ মনেই হয়নি শান্তর, ‘ওনি অনেকদিন পর খেলার পরেও আমার কাছে মনে হয়নি যে ৩৭ বছর বয়সের একটা মানুষ এসে খেলতেছে। বা ১ বছর পর একটা টেস্ট খেলতেছে ৩৭ ওভার বল করেছে আমার যতটুকু মনে পড়ে প্রথম ইনিংস ৩ উইকেট নিল ব্যাটিংটা যেমন করল দ্বিতীয় ইনিংসে। যতটুকু আশা করেছিলাম তার কাছ থেকে বেশি পেয়েছি সত্যি কথা।’

এদিকে বাজে খেলার পর ক্রিকেটারদের মধ্যে অপরাধবোধ কাজ করে কি না এমন প্রশ্নে শান্তর উত্তর, ‘অপরাধবোধ জিনিসটা এই শব্দটা ব্যবহার করতে চাই না। কিন্তু প্রতিটা খেলোয়াড়ের খারাপ করার পরে ওই খারাপ লাগাটা কাজ করে। এবং কীভাবে আরও ভালো করতে পারি দলের জন্য, ওই জিনিসগুলো সবসময় প্রত্যেকটা খেলোয়াড়ের মধ্যে থাকে। একটা খেলোয়াড় আরেকটা খেলোয়াড়ের সঙ্গে আলাপ করে। এটার সঙ্গে এমন না যে ম্যাচ ফি আমি বেশি পেলাম বা কম পেলাম। এগুলো নিয়ে চিন্তা খুব একটা খেলোয়াড়রা করে না। কিন্তু প্রত্যেকটা খেলোয়াড় শতভাগ চেষ্টা থাকে যে কীভাবে আমি দলকে ভালো কিছু দিতে পারে।'

‘একজন আরেকজনের সঙ্গে কথা বলে। আরেকটু কীভাবে আমরা ভালো করতে পারি। আরেকটু কীভাবে আমরা উন্নতি করতে পারি এই জিনিসগুলো সবার মধ্যে থাকে। যখন খারাপ খেলি, এমনকি যখন ভালো খেলি তখনও চিন্তা থাকে কীভাবে আমরা আরেকটু ভালো খেলতে পারি। তো ওই খারাপ লাগাটা সবার মধ্যে থাকে। ওই জায়গা থেকে বের হওয়ার জন্য কী কী দরকার কী ধরনের প্রস্তুতি নেওয়া দরকার; ওই জিনিসগুলো শতভাগ আমার মনে হয় সবাই অনুশীলনে দেয়।’যোগ করেন শান্ত।

এসএইচ/এফআই