সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে শ্রীলঙ্কার সঙ্গে নতুন করে রোমাঞ্চকর এক দ্বৈরথ তৈরি হয়েছে বাংলাদেশের। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচও লঙ্কানদের বিপক্ষে খেলবে টাইগাররা। সেই ম্যাচেও দুই দলের মধ্যে এমন উত্তেজনাপূর্ণ দ্বৈরথ দেখা যাবে কি না সেই প্রশ্ন উঠেছিল। বাংলাদেশের মাটিতে জয় দিয়ে টেস্ট সিরিজ শেষ করার পর এ নিয়ে জবাব দিয়েছেন ফরম্যাটটিতে লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা।

আজ (বুধবার) চট্টগ্রামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লঙ্কানদের প্রতিনিধি হয়ে আসেন ডি সিলভা। টাইগারদের সঙ্গে বিশ্বকাপে দ্বৈরথ প্রসঙ্গে হাসিমুখে জবাব দিয়েছেন এই লঙ্কান অধিনায়ক, ‘আমার মনে হয় না (হাসি)। আসলে এটা শুধু দুই দলের মধ্যেই একটি ম্যাচ। ম্যাচ স্পিরিটের মধ্যে থেকে শক্ত অবস্থান নিয়ে খেলা উচিৎ। (অনেক কিছু হচ্ছে) এগুলো সব ম্যাচেই হয়। শুধু বাংলাদেশ ম্যাচে নয়।’

এরপর লঙ্কান অধিনায়কের পাশে থাকা দলটির মিডিয়া ম্যানেজার বলেন, ‘আমার মনে হয় এটা মিডিয়ার সৃষ্টি করা হাইপ। তারা বেশ ভালো বন্ধু। তারা হোটেলে দেখা করে। একসঙ্গেও থাকে।’

এদিকে টেস্ট সিরিজ জয়ের জন্য অভিজ্ঞ লঙ্কান ক্রিকেটারদের কৃতিত্ব দিয়েছেন ধনাঞ্জয়া, ‘হ্যাঁ তারা শ্রীলঙ্কার হয়ে অনেক বছর ধরে খেলেছেন। আমি জানি না তারা আর কতদিন খেলবেন। তবে আমি আশা করব আরও ৩-৪ বছর খেলবে। তারা পারফর্ম করে এসেছেন অতীতেও। এই সিরিজেও দারুণ খেলেছেন।’

ধনাঞ্জয়া আরও বলেন, ‘এরা টেস্টের জন্য সেরা শ্রীলঙ্কান ক্রিকেটার। এ কারণেই তারা এখানে খেলছে। তারা ঘরোয়া ক্রিকেটেও বেশ কিছুদিন ধরে পারফর্ম করছে। কামিন্দু (মেন্ডিস) দারুণ খেলেছে, ফিফটি (রয়েছে প্রথম টেস্টে পরপর দুই ইনিংসে সেঞ্চুরিও) হাঁকিয়েছে। সে দারুণ অনুশীলন করে, অসাধারণ মনোযোগী, ম্যাচেও ভালো খেলে। (নিশান) মাদুশকা একজন উইকেটরক্ষক। তার হাত ভালো। তাই সে সিলি পয়েন্টে থাকে। ক্যাচিং দারুণ করছে সে অনুশীলনে এবং ম্যাচেও।’

উল্লেখ্য, প্রথম টেস্টে রেকর্ড ৩২৮ রানের ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছিল শ্রীলঙ্কা। সেখানকার ব্যাটিং বিপর্যয় দ্বিতীয় টেস্টেও দেখিয়েছে স্বাগতিক ব্যাটাররা। যদিও চট্টগ্রাম টেস্টের চতুর্থ ইনিংসে মুমিনুল হক ও মেহেদী হাসান মিরাজের ফিফটি হারের ব্যবধান কমিয়েছে। তবে ঠেকাতে পারেনি ১৯২ রানের হার।

এসএইচ/এএইচএস