শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে শোচনীয়ভাবে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। সাদা পোশাকের এই সিরিজ শুরুর আগে টানা সীমিত ওভারের ম্যাচ খেলেছে টাইগাররা। সে কারণে টেস্টের জন্য যথেষ্ট প্রস্তুতি নেওয়া যায়নি বলে মেহেদী হাসান মিরাজ সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন। এ নিয়ে পরে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

আজ বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বিসিবির এই কর্মকর্তা। তার কাছে জানতে চাওয়া হয়েছিল টেস্ট সিরিজে বাংলাদেশি ক্রিকেটারদের প্রস্তুতির ঘাটতি ছিল কি না। এই প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘প্রস্তুতি বলতে কী বুঝাচ্ছেন। প্রস্তুতির জন্য জাতীয় লিগ ছাড়া সুযোগ নাই, কারণ সিরিজের পর সিরিজ হতে থাকে। আপনি দেখেন কোন প্লেয়ার সময় পায় বেশি টেস্ট খেলার? এই সুযোগটা নাই। সিরিজ হলে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি থাকে। জাতীয় দলের প্লেয়ার হিসেবে এডজাস্ট করেই খেলতে হবে। বেশি করে টেস্ট খেলতে পারলে তো ভালোই হত। কিন্তু সেই সুযোগটা হয় না।’

তিনি আরও বলেন, ‘এবারও আমাদের ‘এ’ দলের প্রোগ্রাম আছে। তারা পাকিস্তান যাবে, আবার পাকিস্তান দল আসবে এখানে। নিউজিল্যান্ডও আসবে। ভালো হত যদি ইন্ডিয়া সিরিজের আগে খেলতে পারত। কিন্তু সেভাবে সুযোগ পাওয়া যায় না। সুযোগ পেলে আরও ভালো হত। (নির্দিষ্ট সিরিজের আগে) এখন সুযোগ বের করা বেশ কঠিন।’

ঘরোয়া ক্রিকেট খেলার ব্যাপারে জালাল বলেন, ‘আগেও ছিল (ঘরোয়া টুর্নামেন্ট), এখনও আছে। আমরা চাই বেশিরভাগ প্লেয়াররা যেন এনসিএল ও বিসিএল খেলে। খেললে আরও প্রতিদ্বন্দ্বিতা হয়। আগে কিছু প্লেয়ার ইগ্নোর করত। আর এখন তাদের সময় হচ্ছে না। ন্যাশনাল খেলার শিডিউল সো টাইট। এজন্য তারা সুযোগ পাচ্ছে না। দেখা যাচ্ছে এনসিএলে খেলার সময় সিরিজ চলছে। আমাদের দেখতে হবে বেশিরভাগ প্লেয়ার যদি সুযোগ থাকে, তারা যেন তা কাজে লাগায়। (খেলাটা) বাধ্যতামূলক করা যায় না, অনেক সময় সমস্যা থাকে। আমরা চেষ্টা করেছিলাম অনেক, কিন্তু এটা হয় না।’

লঙ্কানদের বিপক্ষে টেস্টে ব্যর্থতা জন্য ঈদের পর বিসিবি পর্যালোচনায় বসবে বলে জানিয়েছেন জালাল, ‘আমাদের যে রিসোর্স আছে তাদের নিয়েই তো খেলতে হবে। আপনি এর বাইরে কীভাবে যাবেন। আমাদের প্লেয়ার যারা আছে, তারাই খেলছে এখানে। জাতীয় দলের প্লেয়ারদের সঙ্গে বাকিদের একটা তফাৎ থাকে। আমরা কিন্তু চেষ্টা করি মানসম্পন্ন প্লেয়ার খেলানোর, আমরা নজর দিচ্ছি সেদিকে। ঈদের পর নির্বাচক, কিছু প্লেয়ার, ক্রিকেট অপারেশন্স আমরা সবাই বসব। সেখানে (এই সিরিজ নিয়ে) রিভিউ করব।’

এসএইচ/এএইচএস