মাত্র পাঁচ মাসের ব্যবধানেই বদলে গেল পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক। অনেকটা জলঘোলা করেই শাহিন আফ্রিদিকে সরিয়ে টি-টোয়েন্টির দায়িত্ব দেওয়া হয়েছে বাবর আজমকে। তবে অধিনায়ক পাল্টানোর ধরন নিয়ে ঘোর আপত্তি দেশটির সাবেক প্রধান কোচ মিসবাহ-উল-হকের। এমনকি বিষয়টিকে তিনি ‘অপ্রীতিকর’ বলেও মন্তব্য করেছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ১৮ এপ্রিল থেকে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। তার আগেই ফরম্যাটটির জন্য স্বাগতিকদের নতুন অধিনায়ক বেছে নেওয়া হয়েছে। জাতীয় দলের হঠাৎ এই নেতৃত্ব বদলকে ‘কৌশলগত সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেছিল পিসিবি। ৩১ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে পিসিবি জানিয়েছিল, ‘পিসিবি নির্বাচক কমিটির পরামর্শক্রমে সভাপতি মহসিন নাকভি বাবর আজমকে পাকিস্তান জাতীয় দলের সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) অধিনায়ক করেছেন।’ 

একইসঙ্গে অধিনায়কত্বের ঘোষণা চূড়ান্ত হওয়ার পরই শাহিন আফ্রিদির নামেও একটি বিবৃতি প্রচার করা হয়। যেখানে এই পেসার বলেছিলেন, ‘পাকিস্তান জাতীয় দলের অধিনায়কত্ব করতে পারাটা চূড়ান্ত সম্মানের ব্যাপার। সব সময়ই এ স্মৃতি ও সুযোগ লালন করে যাব। দলের খেলোয়াড় হিসেবে অধিনায়ক বাবর আজমকে সমর্থন জানানো আমাদের কর্তব্য। আমি তার নেতৃত্বে খেলেছি এবং তার প্রতি আমার শুধুই শ্রদ্ধা রয়েছে। মাঠ এবং মাঠের বাইরে আমি তাকে সহযোগিতা করার চেষ্টা করব। আমরা সবাই এক। আমাদের লক্ষ্যও একটাই, পাকিস্তানকে বিশ্বের সেরা দল বানানো।’ 

তবে পাক এই পেসার নাকি ওই বিবৃতি দেনইনি। পরবর্তীতে বিষয়টি পিসিবির কাজ ছিল বলে জানা গেলে, বিভ্রান্তি তৈরি হয়। বরং তার সঙ্গে কোনো আলাপ না করেই এই বিবৃতি প্রকাশ করেছে পিসিবি। আর বিষয়টি ভালোভাবে নেননি শাহিন, বেশ ক্ষুব্ধই হয়েছেন সদ্য বরখাস্ত হওয়া সাবেক এই অধিনায়ক। এরপর দু’পক্ষ বসে সেই ঝামেলার আপাতত মিটমাট করেছে। তবে চাইলেও কী সব সমাধান হয়? যার রেশ কতদূর গড়ায় সেটা সময়ই বলে দেবে।

এভাবে অধিনায়ক বদলের বিশৃঙ্খল ঘটনা মনোঃপুত হয়নি মিসবাহ’র। ৪৯ বছর বয়সী সাবেক এই পাক অধিনায়ক গণমাধ্যমে এ নিয়ে কথা বলেছেন। তার মতে, জাতীয় দলের নেতৃত্ব বদলের এই প্রক্রিয়া অপ্রীতিকর, যা ক্রিকেটারদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তারা আমাদের তারকা খেলোয়াড়। বাবর আজম ও শাহিন আফ্রিদি আমাদের তারকা, তাদের ও দলের শুভকামনা যাতে সবাই মিলে ভালো পারফর্ম করতে পারে।

এদিকে, পাকিস্তান দীর্ঘদিন ধরে জাতীয় দলের স্থায়ী কোচ খুঁজছে। এক্ষেত্রে দেশি ও বিদেশির সমন্বয়ে কোচিং প্যানেল গঠনের কথা জানিয়েছিল পিসিবি। এ নিয়েও পিসিবির প্রতি পরামর্শ দিয়েছেন মিসবাহ। দলের জন্য কাকে প্রয়োজন সেটিও বিবেচনায় নিতে বললেন তিনি, ‘পিসিবির উচিৎ দলের উন্নতি কীভাবে ভালো করা যায় এবং দলকে ভালোভাবে ম্যানেজ করতে পারবে এমন কাউকে কোচ করা।’

এএইচএস