চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ শনিবার মুখোমুখি হয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ এবং আবাহনী। যেখানে আবাহনীর কাছে ৮ উইকেটে হেরেছে মাশরাফি বিন মর্তুজার দল। আর আবাহনীর হয়ে এদিন আগুনঝরা বোলিং করেছেন দলের পেসাররা। তিন পেসার মিলেই রূপগঞ্জকে ৯৯ রানে অলআউট করে দেয়।

সর্বোচ্চ ২৩ রান খরচায় ৫ উইকেট সংগ্রহ করেছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। ৫ উইকেট পেয়ে অবশ্য মাঠে সিজদাহ দেন এই পেসার। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব বলেন, 'না এটা শুকরিয়ার সিজদাহ, কৃতজ্ঞতা জানিয়েছি আলহামদুলিল্লাহ ৫ উইকেট অনেক দিন থেকে ইচ্ছা ছিল আজকে পূরণ হলো এটা একটা শুকরিয়া জানালাম আল্লাহর কাছে।'

নিজের সফল হওয়া নিয়ে সাকিব বলেন, 'না অবশ্যই ভালো একটা অনূভুতি, কারণ আমি যেখানেই খেলি আমি চায় আমার সেরা পারফর্মম্যান্সটা যাতে আসে। আমি যদি এখানে উইকেট নেওয়ার হ্যাভিট থাকে তাহলে আন্তর্জাতিকে অনেক সাহায্য করবে। তো ওই হিসেব করে আমি চিন্তা করছি যে আন্তর্জাতিকে বল করছি এখানে বাজে বল করা যাবে না। আমি আমার ফুল ফোকাস রেখে বোলিং করেছি আলহামদুলিল্লাহ সফল হয়েছি।'

সাকিবের মতো আর দুই পেসার শরিফুল এবং তাসকিন সংগ্রহ করেন আরো ৫ উইকেট। সাকিব বলেন, 'আমরা যখন নিজেদের মধ্যে কথা বলি তখন আন্তর্জাতিক ম্যাচের মতো কথা বলি। শরিফুল ভাই তাসকিন ভাই নতুন বলে শুরু করেছে। যদি নতুন বলে বল করি তাহলে সফল হওয়ার চেষ্টা করব, যদি পুরাতন বলে বল করি তাহলেও সফল হওয়ার চেষ্টা করব।'

তানজিম সাকিবের পাশাপাশি এদিন বল হাতে আগুন ঝরিয়েছেন তাসকিন আহমেদও। ৮ ওভার বল করে ১৬ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। এমন দাপুটে বোলিং পারফরম্যান্সের দিনে আবাহনীও পেয়েছে সহজ এক জয়। এনামুল হক বিজয়ের ৩৭ আর মোসাদ্দেক সৈকতের ৪৮ রানে ভর করে ১০.৪ ওভারেই জয় পেয়ে যায় আবাহনী। 

এসএইচ/জেএ