আমির ফেরায় যে কারণে খুশি হতে পারছেন না রমিজ
গত ২৪ মার্চ অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দেন মোহাম্মদ আমির। পাকিস্তানের এই পেসারের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরায় খুশি নন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। মূলত ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার কারণেই আমিরকে পাকিস্তান দলের আশপাশে চান না রমিজ।
২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিং করে ৫ বছরের জন্য নিষিদ্ধ ছিলেন আমির। শাস্তি শেষে আবারও ক্রিকেটে ফিরে জাতীয় দলের হয়ে খেলেন আমির। তবে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বনি-বনা না হওয়ায় ২০২০ সালে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন আমির।
বিজ্ঞাপন
মূলত কোচ ও টিম ম্যানেজমেন্টের প্রতি অভিযোগ তোলে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন এই পেসার। এবার টিম ম্যানেজমেন্ট ও পিসিবিতে পরিবর্তন আসায় আবারও পাকিস্তানের জার্সিতে ফিরছেন আমির।
আমিরের ফেরা নিয়ে রমিজ বলেন, 'আমিরের ব্যাপারে আমার মতামত একদম পরিষ্কার। ওর জন্য আমার সহানুভূতি আছে, কিন্তু ক্ষমা নেই। আল্লাহ না করুক, আমার ছেলেও যদি এ ধরনের কাজে জড়ায়, তাকে আমি মেনে নেব না।’
বিজ্ঞাপন
‘আমার মনে পড়ে এই খেলোয়াড়েরা (সালমান বাট ও মোহাম্মদ আসিফসহ) যখন ফিক্সিং করে, আমি তখন লর্ডসে ধারাভাষ্য দিচ্ছি। তাদের পরিচয়ের কারণে মানুষ আমাকে ঘৃণা করতে শুরু করল। পরের এক বছর গণমাধ্যমেও আমরা যে পরিমাণ সমালোচিত হয়েছি, আমি সেটা কখনোই ভুলব না।’-আরো যোগ করেন তিনি।
এইচজেএস