কিছুদিন আগেই আইপিএল শেষ হয়ে যাওয়ার খবর নিশ্চিত হয়েছিল ওয়ানিন্দু হাসারাঙ্গার। চোটের কবলে পড়ে এবারের আসরে মাঠে নামা হয়নি তারকা এই ক্রিকেটারের। তবে লঙ্কান এই ক্রিকেটারের বদলে আরেক লঙ্কান স্পিনার বিজয়কান্ত বিয়াসকান্থকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। 

নিজেদের ফেইসুবক পেইজে এ তথ্য নিশ্চিত করে দলটি। ২২ বছর বয়সী এ লেগ স্পিনার এখন পর্যন্ত খেলেছেন ৩৩ টি-২০ ম্যাচ। ১৮.৭৮ গড়ে শিকার করেছেন ৪২ উইকেট, ইকোনমি ৬.৭৬। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত খেলেছেন মোটে একটি ম্যাচ।  সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-২০ তে এমআই এমিরেটসের হয়ে খেলেছিলেন বিয়াসকান্থ। 

এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও লঙ্কান প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে খেলেছেন বিয়াসকান্থ। এবার তাকে পাওয়া যাবে হায়দরাবাদে কমলা-কালোর জার্সিতে। 

হাসারাঙ্গার জন্য অবশ্য লম্বা সময় ধরেই অপেক্ষা করেছিল হায়দরাবাদ। গোড়ালির চিকিৎসার জন্য শেষ পর্যন্ত তাকে আর পাওয়া হয়নি প্যাট কামিন্সদের। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনা থেকেই হাসারাঙ্গাকে পুরোপুরি সরিয়ে নেওয়া হয় আইপিএল থেকে। 

এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ২ ম্যাচ জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। নিজেদের পঞ্চম ম্যাচে মুল্লানপুরে মঙ্গলবার পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামবে প্যাট কামিন্সের দল।  

এসএইচ/জেএ