সাম্প্রতিক সময়ে পাকিস্তান জাতীয় দল মাঠে আশানুরূপ ফল না পেলেও, সর্বশেষ পিএসএল আসরের পর তারা নতুন আশায় বুক বাঁধছে। সেখানে পারফর্ম করা ক্রিকেটারদের পাশাপাশি দলের শক্তি বাড়াতে অবসর ভেঙে ফিরেছেন মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমরা। তবে একসঙ্গে এত ক্রিকেটারের ম্যাচ খেলার সুযোগ পাওয়া অসম্ভব। সে কারণে হয়তো নিয়মিত কিছু মুখ বিশ্রাম পেতে পারেন, যে তালিকায় আছেন বাবর আজম ও শাহিন আফ্রিদিরা।

চলতি বছরের জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন শুরুর আশায় আগামীকাল (বুধবার) থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে নামছে পাকিস্তান। ঘরের মাঠে বাবরের দল কিউইদের সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এই সিরিজ থেকেই মূলত কিছু পরীক্ষা চালাতে চায় পাকিস্তান। সে হিসেবে প্রধান তারকাদেরও বসানো হতে পারে এবার। তবে বাবরদের বিশ্রামের সিদ্ধান্তটি পরিস্থিতি দেখে নেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের কোচ আজহার মাহমুদ।

তিনি বলছেন, ‘এটি সম্ভব যে বাবর আজম বিশ্রামে থাকতে পারে, তবে এটি সম্পূর্ণ পরিস্থিতির ওপর নির্ভর করছে। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা সবদিক বিবেচনা করব।’ এদিকে, খেলার জন্য শাহিন আফ্রিদি যথেষ্ট ফিট বলেও মন্তব্য করেছেন নতুন এই পাক কোচ। সম্প্রতি তিনি কিউই সিরিজে বিশ্রামে থাকতে পারেন বলে গুঞ্জন উঠেছিল। যা নিয়ে সাবেক এই অলরাউন্ডারের ভাষ্য, ‘শাহিন আফ্রিদি সম্পূর্ণ ফিট। আমি মিডিয়ার মাধ্যমে জেনেছি সে নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচ খেলবে না। এটি মিডিয়া থেকে এসেছে, আমাদের পক্ষ থেকে নিশ্চয়ই নয়।’

পাকিস্তানের কোচ আজহার মাহমুদ

অন্যদিকে, আইপিএলের কারণে পাকিস্তানের মাটিতে পূর্ণশক্তির দল নিয়ে যায়নি নিউজিল্যান্ড। যদিও স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে অভিজ্ঞ অনেক মুখ রয়েছে। তবুও এই কিউই দলকে ‘বি’ টিম বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকদের কেউ কেউ। এটি মানতে নারাজ কোচ আজহার, ‘ঘরোয়া ক্রিকেটে তাদের (নিউজিল্যান্ড ক্রিকেটার) যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। তারাই দলটির সেরা প্রতিভা এবং টি-টোয়েন্টি দুর্বল দল বলে কিছু নেই। আমি একে ‘‘বি টিম’’ বলে ডাকতে শুনেছি, কিন্তু এটাই নিউজিল্যান্ড দল এবং তারা পাকিস্তানের সঙ্গে লড়বে।’

অবসর ভেঙে ফেরা আমির ও ইমাদের মতো ক্রিকেটারদের উপস্থিতি দলের ভারসাম্য ও শক্তি বাড়িয়েছে বলেও মনে করেন পাকিস্তান কোচ, ‘আমাদের স্কোয়াড ভারসাম্যপূর্ণ এবং এর মাধ্যমে আমরা নিজেদের প্রত্যাশা পুরোপুরি বাস্তবায়ন করতে চাই। মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম ফিরে আসায়, তাদেরও প্রয়োজনমতো ব্যবহার করা যাবে। অন্যদিকে, যে ব্যাটিং লাইনআপ তৈরি হয়েছে, তারা আমার মতে সবচেয়ে সেরা প্রতিভা।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বেশ ব্যস্ত সূচি রয়েছে পাকিস্তানের। ফলে ক্রিকেটারদের টানা খেলে যাওয়া নিয়েও ভাবছে দেশটি। সে কারণে ক্রিকেটারদের বিশ্রাম এবং অদলবদল করে খেলানোর পরিকল্পনা রয়েছে তাদের। আগামীকাল রাওয়ালপিন্ডিতে রাত সাড়ে ৮টায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তান-নিউজিল্যান্ড মুখোমুখি হবে। বাকি ম্যাচগুলো হবে ২০, ২১, ২৫ ও ২৭ এপ্রিল।

এএইচএস