মাত্র পাঁচ মাসের ব্যবধানে আবারও পাকিস্তানের অধিনায়কত্ব তুলে দেওয়া হয় বাবর আজমের কাঁধে। এর মধ্য দিয়ে মাত্র এক সিরিজ পরই শেষ হয়ে যায় জাতীয় দলে ‘নেতা’ শাহিন আফ্রিদির অধ্যায়। এরপরই শাহিন ও বাবরের মাঝে দ্বন্দ্বের গুঞ্জন শুরু হয়। বিষয়টি নিয়ে যদিও এতদিন প্রধান দুই তারকার মুখ থেকে কিছু শোনা যায়নি। এবার শাহিনের সঙ্গে দ্বন্দ্ব প্রসঙ্গে কথা বলেছেন বাবর।

আজ (বৃহস্পতিবার) রাত ৮টায় নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নামবে পাকিস্তান। তার আগেরদিন স্বাগতিকদের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন নতুন অধিনায়ক বাবর। যেখানে তিনি শাহিনের দ্বন্দ্বের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। একইসঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের উপযুক্ত প্রস্তুতির জন্য নিউজিল্যান্ডসহ আসন্ন সিরিজগুলোতে পাকিস্তান দলে পরীক্ষা-নিরীক্ষার কথাও নিশ্চিত করেন বাবর।

বাবর বলছেন, ‘একটা বিষয় স্পষ্ট করতে চাই, শাহিন আফ্রিদি ও আমার সম্পর্ক নতুন নয়, এই সম্পর্ক অনেক পুরোনো। আমরা প্রতি মুহূর্তে একে অন্যকে সহায়তা করি। আমাদের লক্ষ্য পাকিস্তানকে সবার আগে রাখা এবং পাকিস্তানের নাম উজ্জ্বল করা। আমরা ব্যক্তিগত সাফল্য নিয়ে ভাবি না, সৌভাগ্যক্রমে আমার দলে এসবের উপস্থিতিও নেই।’

এরপর পাকিস্তান দলে পরীক্ষা-নিরীক্ষার কথা জানিয়ে বাবর বলেন, ‘আমাদের দল নমনীয়। আমার তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার চেষ্টা করব, বেঞ্চের শক্তি পরীক্ষা করব। আপনারা এই সিরিজে ভিন্ন ভিন্ন কম্বিনেশন দেখবেন, আমরা দেখতে চাই কোনটি আমাদের জন্য কাজ করে। এই পরীক্ষা বোলিং ও ব্যাটিং দুই জায়গাতেই দেখবেন, সব জায়গাতেই। যখন আমরা আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে যাব, আমাদের কাছে পরিষ্কার এক চিত্র থাকবে।’

সম্প্রতি অবসর ভেঙে পাকিস্তান জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। আগামী ১ জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যে দলটি বড় লক্ষ্য নিয়ে নামছে সেটাই অনুমেয়। একইসঙ্গে দলে অনেক প্রতিভার মধ্যে একাদশ গড়াও কঠিন বলে মনে করেন পাকিস্তান অধিনায়ক, ‘আমি সব সময় বিশ্বাস করি, যেসব খেলোয়াড় এখানে আছে, সবাই পারফরম্যান্সের কারণেই আছে। এত প্রতিভা থাকলে মাঝেমধ্যে একাদশ করা কঠিন হয়ে যায়। বিশ্বকাপের সব প্রস্তুতি কালকে (আজ) থেকে শুরু হবে।’

উল্লেখ্য, সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে গত নভেম্বরে বাবর তিন সংস্করণের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর শাহিন আফ্রিদিকে টি-টোয়েন্টির অধিনায়কত্ব দেওয়া হয়েছিল। তার নেতৃত্বে জানুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ খেলে পাকিস্তান, কিউইরা সেই সিরিজ জিতেছিল ৪-১ ব্যবধানে। এরপর সর্বশেষ পিএসএলে লাহোর কালান্দার্স ব্যর্থ হওয়ায় তাদের অধিনায়ক শাহিনের জাতীয় দলের দায়িত্ব কেড়ে নেওয়ার গুঞ্জন চলে, যা সত্যি হয় বাবরকে ওয়ানডে ও টি-টোয়েন্টির দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে।

এএইচএস