চলমান ডিপিএলেও মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন ইমরুল কায়েস। এমনকি দলটির হয়ে বাঁ-হাতি এই ব্যাটার অধিনায়কের গুরুদায়িত্বও পালন করছেন। তার অধীনে ডিপিএলে মোহামেডান ভালো অবস্থানে রয়েছে। যদিও তালিকার শীর্ষে অবস্থান আবাহনীর। সে কারণেই হয়তো চ্যাম্পিয়ন হওয়া নিয়ে ভাবছেন ইমরুল, মোহামেডান অধিনায়কের লক্ষ্য রানার-আপ হওয়া। 

আজকের (শুক্রবার) ম্যাচ শেষে মিরপুরে ইমরুল কায়েস বলেন, ‘দল হিসেবে আমরা খুব ভালো পারফর্ম করেছি। প্রথম দিকে কিছু খেলোয়াড়কে মিস করেছি। রিয়াদ ভাই, মিরাজরা ছিল না। ২-১টা সিলি মিসটেক হয়েছে, মিরপুরে শাইনপুকুরের কাছে হেরেছি। এই ম্যাচগুলো ভালোভাবে খেলতে পারলে দ্বিতীয় স্থানে থাকার ভালো সুযোগ ছিল। এখনও সুযোগ আছে। ভালোভাবে সুপার লিগ শেষ করতে পারলে আশা করি রানার-আপ হতে পারব।’

চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে নিয়েও কথা বলেছেন ইমরুল, ‘কাগজে-কলমে আবাহনী আমাদের চেয়ে অনেক ভালো দল। জাতীয় দলের প্রায় সব খেলোয়াড় আছে সেখানে। ওদের দলে কোনো কমতি নেই। আবাহনীর পর যে দলগুলো আছে, তাদের মধ্যে আমরা ভালো ক্রিকেট খেলেছি। (নিজেদের লক্ষ্য) বললামই তো, রানার-আপ। আবাহনী অন্যদের চেয়ে অনেক এগিয়ে গেছে। তাই এখন রানার-আপ হওয়ার ভালো সুযোগ আছে।’

উল্লেখ্য, আজকের ম্যাচে মোহামেডানের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়ন ৩৪.৩ ওভারে মাত্র ১৩৫ রানেই গুটিয়ে যায়। তাদের পক্ষে সর্বোচ্চ সমান ৪৫ করে রান করেন মাহমুদুল হাসান ও রাহাতুল ফেরদৌস। বিপরীতে মোহামেডানের হয়ে ২২ রান খরচায় সর্বোচ্চ ৫ উইকেট নেন নাসুম, মেহেদী হাসান মিরাজ নেন ৩ উইকেট। জবাবে রানতাড়ায় মোহামেডান মাত্র ২৩.২ ওভারে ৫ উইকেট হাতে রেখে ব্রাদার্সের লক্ষ্য পেরিয়ে যায়। অধিনায়ক ইমরুল কায়েস সর্বোচ্চ ৯২ রান করেন।

এসএইচ/এএইচএস