গত ৯ এপ্রিল পর্দা উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। মেগা ফাইনালের মধ্য দিয়ে আইপিএলের ১৪তম আসর শেষ হবে আগামী ৩০ মে। ৮ দলের এই টুর্নামেন্টের লিগ পর্বে হবে ৫৬ ম্যাচ, যার ২১টি শেষ হয়েছে ইতোমধ্যে। এবারের আইপিএলে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিব খেলছেন কলকাতা নাইট রাইডার্সে, মুস্তাফিজ নাম লিখিয়েছেন রাজস্থান রয়্যালসে।

টুর্নামেন্টের ২১ ম্যাচ শেষে দলীয় ৫ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। সাকিবের কলকাতার অবস্থান ৫ নম্বরে। ৬ ম্যাচে মোটে ২ জয় নাইটদের। কলকাতার সমান ৪ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে অবস্থান রাজস্থানের।

পয়েন্ট সমান হলেও রান রেটের হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা, পাঞ্জাব কিংসের নিচে অবস্থান মুস্তাফিজদের। 

দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলের কোন দলের অবস্থান কোথায়-

অবস্থান  দল  ম্যাচ  জয় পয়েন্ট  রান-রেট
প্রথম চেন্নাই সুপার কিংস +১.৬১২
দ্বিতীয় দিল্লি ক্যাপিটালস +০.৩৩৪
তৃতীয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু +০.০৯৬
চতুর্থ মুম্বাই ইন্ডিয়ার্স -০.০৩২
পঞ্চম কলকাতা নাইট রাইডার্স -০.৩০৫
ষষ্ঠ পাঞ্জাব কিংস -০.৬০৮
সপ্তম রাজস্থান রয়্যালস -০.৬৮১
অষ্টম সানরাইজার্স হায়দরাবাদ -০.১৮০

টিআইএস/এটি