গেল বছরের বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ দলের কয়েকটি কোচের পদ ফাঁকা ছিল। তার মধ্যে ফাঁকা ছিল ভিডিও অ্যানালিস্টও। যদিও গেল নিউজিল্যান্ড সিরিজে মহসিন শেখকে অন্তর্বর্তীকালীন হিসেবে নিয়েছিল বিসিবি। এবার সেই মহসিনকেই পুরোপুরি নিয়োগ দিল বিসিবি।

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে নতুন মেয়াদে কাজ শুরু করবেন মহসিন শেখ। পরবর্তী দুই বছরের জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছে। আগামী ৩ মে শুরু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আগামী রোববার বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। সিরিজের প্রথম তিন ম্যাচ চট্টগ্রামে। শেষ দুটি হবে মিরপুরে।

বাংলাদেশের আগে আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের জাতীয় দলের হয়ে কাজ করেছিলেন তিনি। এছাড়াও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট লিগে মহসিন শেখ পরিচিত এক নাম। বিপিএল, পিএসএল, বিগ ব্যাশ এমনকি আইপিএলেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। 

এসএইচ/জেএ