তীব্র তাপদাহ চলছে সারা দেশব্যাপী। এর মধ্যেই চলছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের খেলা। যেখানে দ্বিতীয় রাউন্ডের খেলায় আজ বৃৃহস্পতিবার ছয় দল মুখোমুখি হয়েছে। বিকেএসপিতে লড়ছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আর এই ম্যাচেই বড় একটি সুযোগ হাতছাড়া করেছেন শাইনপুকুর ব্যাটার জিসান আলম।

শেখ জামালের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছিল শাইন পুকুর। যার বড় কৃতীত্ব দলটির ওপেনার জিসানের। শুরুতে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক শুরু করেন তিনি। শেখ জামালের বোলারদের একের পর এক করেছেন সীমানাছাড়া। ২৯ বলে অর্ধশতক তুলে নেন তিনি।

ফিফটি করার পর অবশ্য জিমিয়ে পড়েননি তিনি। বরং শেখ জামালের বোলারদের ওপর আরো চড়াও হন জিসান। এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। ৯০ এর ঘরে থাকা অবস্থায়ও খেলছিলেন তেড়েফুঁড়ে। শেষ পর্যন্ত ৯৮ রানে থাকা অবস্থায় বিদায় নিতে হয় তাকে। ৬১ বল খেলে পারভেজের বলে লেগ বিফোঁরের ফাঁদে পড়ে সেঞ্চুরি হাতছাড়া করেন জিসান।

এসএইচ/এইচজেএস