ভারতের ঘরোয়া ক্রিকেটের পর গেল বছর থেকে আইপিএলেও চালু করা হয়েছে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়ম। এবারের আসরে রানবন্যার নেপথ্যে অনেকে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের দায় দেখছেন। এরই মধ্যে এর পক্ষে-বিপক্ষে কথা হচ্ছে। এবার সরব হলেন ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তার মতে, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের কারণে অলরাউন্ডারদের গুরুত্ব কমে যাচ্ছে।

জিও সিনেমায় এক সাক্ষাৎকারে ভারতের এই স্পিন-অলরাউন্ডার বলেন, ‘একজন অলরাউন্ডার হিসেবে, আমি অনুভব করি যে, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে একজন অলরাউন্ডারের গুরুত্ব কমে যাচ্ছে। তাদের ভূমিকা বিপদের মুখে পড়েছে। প্রতিটি দলই একজন জেনুইন ব্যাটার বা বোলার খেলাতে চায়। ইমপ্যাক্ট প্লেয়ারের সুবিধা থাকায়, অলরাউন্ডারদের আর সেভাবে ব্যবহার করা হচ্ছে না।’

আরও যোগ করেন, ‘ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম থাকায় প্রতিটি দলই ম্যাচের আগে মাথায় রাখে যে, তাদের ৬ জন ব্যাটার বা বোলার আছে, তারা ব্যাটিং বা বোলিং করছে কি না, তার ওপর নির্ভর করে এই ভাবনা। এটি মাঝে মাঝে অনেক বিভ্রান্তির সৃষ্টি করে।’

ভারতের অধিনায়ক রোহিত শর্মাও এই নিয়মের ঘোর বিরোধী। ইমপ্যাক্ট নিয়মের কারণে জেনুইন অলরাউন্ডাররা এখন বোলিং করার সুযোগ পাচ্ছে না। বোলিংয়ের সময় একজন ব্যাটারকে বসিয়ে জেনুইন বোলারকে নামানো হচ্ছে।

অবশ্য তেমন ক্ষতি দেখছেন না এবি ডি ভিলিয়ার্স। নিজের ইউটিউব চ্যানেলে  ডি ভিলিয়ার্স বলেছেন, ‘এই মুহূর্তে খেলাটা ব্যাটারদের। তারা ভোজনের মতো ব্যাটিং করছে। আইপিএলের উইকেট কতটা ভালো হয়েছে সেটা কোনো সহায়তা করছে না। যখন এটি (ইমপ্যাক্ট খেলোয়াড়) চালু হয়েছিল তখন আমি রোমাঞ্চিত ছিলাম। আমার বলাটা একটু তাড়াতাড়ি হলেও ব্যক্তিগতভাবে মনে করি না খুব বেশি ক্ষতি করছে।’

এফআই