শ্রেয়াস-ইশানকে আবারও সুযোগ দিচ্ছে বিসিসিআই
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলা বাধ্যতামূলক। শ্রেয়াস আইয়ার ও ইশান কিশান গতবছর সেই নিয়ম ভেঙেছেন। যে কারণে তাদের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া হয়।
বিসিসিআইয়ের চুক্তি থেকে বাদ পড়ার পর জাতীয় দলেও জায়গা হারিয়েছেন এই দুইজন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও তাদের বিবেচনা করা হয়নি। অবশ্য এই দুই ক্রিকেটারকে নিজেদের ভুল সুধরে নেয়ার সুযোগ দিচ্ছে বোর্ড। দুজনকেই হাইপারফরম্যান্স মনিটরিং প্রোগ্রামে ডেকেছে বোর্ড।
বিজ্ঞাপন
ভারতীয় গণমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, 'ইশান বা শ্রেয়াসের ওপর বোর্ডের কোনো রাগ নেই। ঘরোয়া ক্রিকেটের প্রতি যদি তারা শ্রদ্ধা দেখায়, নিজেদের রাজ্যের হয়ে খেলতে নামে এবং ভালো খেলে তাহলে আবার তাদের কেন্দ্রীয় চুক্তিতে ফেরানো হতে পারে।'
'হাই পারফরম্যান্স মনিটরিং প্রোগ্রামে তাদের যুক্ত করা মানে ওই দুই ক্রিকেটারকে বুঝিয়ে দেওয়া যে, তারা নির্বাচকদের নজরে রয়েছে।'-আরও যোগ করেন তিনি।
বিজ্ঞাপন
এই প্রোগ্রামে ডাক পেয়েছেন মোট ৩০ ক্রিকেটার। মূলত ভারতের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করা ক্রিকেটাররাই এখানে জায়গা পেয়েছেন। আইপিএলের এবারের আসরে আলো ছড়ানো এক ঝাঁক ক্রিকেটার সেখানে সুযোগ পেয়েছেন।
এইচজেএস