খারাপ সময়ে যার কাছ থেকে বেশি সাপোর্ট পান লিটন
ব্যাট হাতে অনেকদিন ধরেই রানখরায় আছেন লিটন দাস। শেষ কবে বড় ইনিংস খেলেছেন হয়তো মনে করতে পারবেন না নিজেও। তবে সবকিছু ভুলে টাইগার এই ওপেনার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছুর প্রত্যাশায় আছেন।
বিসিবির প্রকাশিত এক ভিডিওতে লিটন কথা বলেছেন নিজের খারাপ সময় নিয়ে। তবে মানসিকভাবে ভেঙে পড়েননি, জানালেন চিন্তাভাবনা না করার কথা।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ ও বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন দেশটিতে অবস্থান করছে। দেশ ছাড়ার আগে বিসিবির রেকর্ড করা ভিডিওতে নিজেদের চাওয়া-পাওয়া, বিশ্বকাপ নিয়ে প্রত্যাশার কথা বলে গেছেন ক্রিকেটাররা। সেই ধারাবাহিকতায় আজকের পর্বে ছিলেন লিটন দাস।
লিটন বলছিলেন, ‘খারাপ সময়ে আসলে খুব বেশি চিন্তাভাবনার কিছু থাকে না। আপনি খারাপ সময়ে থাকলে যত বেশি ভাববেন, তত আপনার জন্য খারাপ। আপনার কাছে একটা অপশনই থাকে, আপনি কতটুকু পরিশ্রম করছেন অনুশীলনে, অনুশীলন কতটা গুরুত্বের সঙ্গে নিচ্ছেন।’
বিজ্ঞাপন
খারাপ সময়ে নিজের স্ত্রী বেশি সাহস জোগান বলে জানালেন লিটন, ‘অনেক মানুষই আছে, যারা কি না সব সময় অনুপ্রেরণা দেয়। অনেক কোচই আছে, যাদের সঙ্গে আমার কথা হয়। এই সময়ে সাহস দেওয়াটা অনেক বড় জিনিস। সবচেয়ে কাছের মানুষ হচ্ছে আমার স্ত্রী, ও সব সময় আমাকে সাহস দেয়। এর থেকে আর বড় কিছু লাগে না।’
সবমিলিয়ে ক্যারিয়ারে ৪ বিশ্বকাপ খেলেছেন লিটন। এর মধ্যে এগিয়ে রাখছেন ২০১৯ বিশ্বকাপ। কারণ জানাতে গিয়ে লিটন বলেন, ‘চারটি বিশ্বকাপের কথা যদি বলি, তাহলে ২০১৯ বিশ্বকাপটা আমার জন্য স্মরণীয়। কারণ, ওই ইনিংসটাতে (৬৯ বলে ৯৪*) বাংলাদেশ দল জিতেছিল। ২০২২ বিশ্বকাপটা আরও স্মরণীয় হতো, যদি ভারতের সঙ্গে যে ইনিংসটা খেলেছি, সেই সেটাতে ম্যাচ জিততে পারতাম।’
এসএইচ/এফআই