ইনজুরি কাটিয়ে যুবা দলে চোখ শিহাবের
ইনজুরির কারণে বাংলাদেশ যুব দলের প্রবেশের রাস্তা থেকে অনেকটাই হারিয়ে গিয়েছিলেন মানিকগঞ্জের পেসার শিহাব হোসেন। তবে এবার নিজেকে ফিরে পাওয়ার মিশনে ব্যস্ত সময় পার করছেন তিনি। ইনজুরির সেই খারাপ সময়কে পেছনে ফেলে খেলেছেন নিজ জেলা মানিকগঞ্জ লিগে। সেখান থেকেই এবার ফিরতে চান অনুর্ধ্ব ১৯ দলের রাডারে।
প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের জাতীয় পর্যায়ের সেরা ১৫ এর একজন এই শিহাব। স্বৃকীতিস্বরূপ গেল মাসে পেয়েছেন বৃত্তিও। এর আগে ইনজুরির জন্য বিভাগীয় পর্যায়ের খেলা মিস করেন তরুণ এই পেসার। যে কারণে যুবদলের কোথাও আসা হয়নি শিহাবের। প্রথম বিভাগ অগ্রণী ব্যাংকের সঙ্গে চুক্তি করেও খেলা হয়নি, মূলত ইনজুরির কারণেই।
বিজ্ঞাপন
শিহাবের চোখ এখন ঢাকা লিগে। প্রথম বিভাগের এই লিগে নিজেকে প্রমাণ করে ফের অনূর্ধ্ব-১৯ দলে প্রবেশের চেষ্টা তার। সবশেষ মানিকগঞ্জের লিগে ৫ ম্যাচ খেলে নিয়েছেন ১০ উইকেট, যেখানে রয়েছে একটি হ্যাটট্রিকও। এই লিগে সৈকত আলী, নাদিফ চৌধুরীদের মতো ঘরোয়া ক্রিকেটের পরিচিত তারকাদের বিপক্ষে নিজেকে চিনিয়েছেন এই শিহাব। ঢাকাপোস্টকে জানালেন লড়াই করেই ফিরতে চান যুবা দলে। লক্ষ্য ২০২৬ সালের যুব বিশ্বকাপ।
বিজ্ঞাপন