বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ
সাকিবের বাজে দিন, বাংলাদেশের বিপক্ষে ভারতের বড় পুঁজি
প্রস্তুতিমূলক ম্যাচ হলেও, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কন্ডিশন ও পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার লড়াই ছিল বাংলাদেশ–ভারতের। যেখানে শরিফুল ইসলাম ও শেখ মেহেদীর নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও রোহিত শর্মার দল বড় পুঁজি পেয়েছে। মূলত সাকিব আল হাসান ও তানভীর ইসলামের খরুচে দিনে ব্যাট হাতে ঝড় তুলেছেন রিষাভ পান্ত–হার্দিক পান্ডিয়ারা। নির্ধারিত ২০ ওভার শেষে ভারত ৫ উইকেটে ১৮২ রান সংগ্রহ করেছে।
বিশ্বকাপের জন্য মাত্র পাঁচ মাসে আইসিসির বড় প্রজেক্ট নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল। এরপর প্রথমবারের মতো এখানে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলছে বাংলাদেশ-ভারত। এদিন টস জিতে আগে ব্যাটিং নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। যদিও শুরুতে তাদের ব্যাটিং ছিল ধীরগতির, এতে অবদান ছিল শরিফুল-মেহেদীর নিয়ন্ত্রিত বোলিংয়ের। বিপরীতে সাকিব ৪ ওভারে ৪৭ রান খরচ করলেও কোনো উইকেট পাননি। বাঁ-হাতি স্পিনার তানভীর ২ ওভারে দিয়েছেন ২৯ রান, যদিও উইকেট নিয়েছেন একটি।
বিজ্ঞাপন
ভারতীয় ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান সঞ্জু স্যামসন। শরিফুলের করা কিছুটা ইনসুইংয়ে বোকা বনে এলবিডব্লুউ হন ১ রান করে। এরপর রোহিত-পান্ত মিলে ঝড় শুরু করলেও, তাতে ভূমিকা ছিল মূলত উইকেটরক্ষক ব্যাটারের। মাহমুদউল্লাহ’র বলে আউট হওয়ার আগে ভারতীয় অধিনায়ক ১৯ বলে ২৩ রান করেন। এরপর পান্তকে ৪৪ রানের জুটিতে সঙ্গ দেন সূর্যকুমার যাদব। সূর্য ১৮ বলে ৩১ রান করে ক্যাচ দেন তানভীরের বলে।
বিজ্ঞাপন
মাঝে শিবাম দুবে (১৬ বলে ১৪) বেশ সংগ্রাম করেছেন টাইগার বোলারদের সামনে। এর আগে অবশ্য ফিফটি করে মাঠ ছেড়ে যান পান্ত। ৩২ বলে ৪টি করে চার-ছক্কায় ৫৩ রান করে তিনি রিটায়ার্ড হার্ট হন। পান্ত বেশি চড়াও হয়েছেন সাকিবের ওপর। টাইগার স্পিনারের এক ওভারেই তিন ছয়সহ ২২ রান তোলেন পান্ত। পরবর্তীতে তানভীরকে একই লেংথে ফেলা পরপর তিন বলে ছয়ের হ্যাটট্রিক করেন হার্দিক। তিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২৩ বলে ৪০ রানে।
শেষদিকে বাংলাদেশের অস্বস্তি বাড়িয়ে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন শরিফুল। তার চোট কতটা গুরুতর জানা যায়নি। মাঠ ছাড়ার আগে বাঁ-হাতি এই পেসার ৩.৫ ওভারে ২৬ রানে ১ উইকেট শিকার করেন। ৪ ওভারে ২২ রানে একটি শিকার করেন মেহেদী, মাহমুদউল্লাহও নেন এক উইকেট।
এএইচএস