তানজিম সাকিবের জোড়া আঘাত, দারুণ শুরু বাংলাদেশের
এক ছক্কা ও এক চারের মারে শুরুতেই ঝড় তোলার আভাস দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে প্রথম ওভারের শেষ বলে দারুণ এক ডেলিভারিতে প্রোটিয়া ওপেনার রেজা হেনড্রিকসকে এলবিডব্লিউর ফাঁদে ফেললেন তানজিম সাকিব। শুরুতেই দলকে ব্রেকথ্রু এনে দিলেন তরুণ এই পেসার।
নিজের কোটার দ্বিতীয় তথা ইনিংসের তৃতীয় ওভারে আক্রমণে এসে আবারও সাফল্য পেলেন তানজিম সাকিব। সরাসরি স্টাম্প ভাঙলেন কুইন্টন ডি ককের। টাইগার পেসারের জোড়া আঘাতে শুরুতেই বিপাকে দক্ষিণ আফ্রিকা।
বিজ্ঞাপন
আমেরিকার নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। তার সিদ্ধান্তকে শুরুতেই প্রশ্নের মুখে ফেলছেন এক বাংলাদেশি পেসার।
যদিও ব্যাট হাতে শুরুতেই ঝড় তোলার আভাস দিয়েছিলেন কুইন্টন ডি কক। ইনিংসের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে রানের খাতা খুলেছিলেন প্রোটিয়া এই ওপেনার। পরের বলে চার। দুই বলে ১০ রান হজমের পর ঘুরে দাঁড়াতে সময় নিলেন না তানজিম।
বিজ্ঞাপন
ওভারের শেষ বলে অফ স্টাম্পে পিচ করে ভেতরের দিকে ঢোকা ডেলিভারি ভুল লাইনে খেলেন হেনড্রিকস। বল তার পেছনের পায়ে লাগলে এলবিডব্লিউর আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। গোল্ডেন ডাক হয়ে সাজঘরে ফিরেছেন রেজা।
নিজের দ্বিতীয় ওভারে আক্রমণে এসে বিধ্বংসী ব্যাটার ডি কককে শিকার বানালেন সাকিব। ব্যাটে লাগাতে পারেননি ডি কক। পুল করতে গিয়ে হারিয়েছেন স্টাম্প। ১ চার ও ২ ছক্কায় ১১ বলে ১৮ রান করে ড্রেসিংরুমে ফিরলেন তিনি।
এফআই