প্রয়োজন ২৬০ রান, হাতে পাঁচ উইকেট। এমন অবস্থায় শেষ দিনে শ্রীলঙ্কার বিপক্ষে ‘ভালো কিছু’র লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। পাল্লেকেলেতে চলমান এই টেস্টের সবশেষ খবর জানাচ্ছে ঢাকা পোস্ট

জয়ের আনুষ্ঠানিকতা সারল লঙ্কানরা

শরীফুলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে দুই ইনিংসেই পাঁচ উইকেটের কীর্তি গড়লেন জয়াবিক্রমা। তাতে বাংলাদেশের ২০৯ রানের ব্যবধানে হারটাও নিশ্চিত হলো। পঞ্চম দিনে মাত্র ২৩ ওভার টিকতে পারল বাংলাদেশ। ২য় ইনিংসে অলআউট ২২৭ রানে।

বাংলাদেশ ২২৭-১০

বিদায় নিলেন মিরাজও

মেহেদি হাসান মিরাজকে বোল্ড করে ইতিহাসের চতুর্থ বোলার হিসেবে অভিষেকেই দশ উইকেটের কীর্তি গড়লেন প্রবীন জয়াবিক্রমা।

বাংলাদেশ ২২৭-৯

তাসকিনের বিদায়, চোখ রাঙাচ্ছে বড় হার

রমেশ মেন্ডিসের বলটা আড়াআড়ি ব্যাটে খেলতে চেয়েছিলেন তাসকিন আহমেদ। তাতে তো সফল হনইনি, উল্টো ক্যাচ তুলেছেন এক্সট্রা কভারে থাকা করুনারত্নের কাছে।

বাংলাদেশ ২২৭-৮

২০০ পেরোতেই তাইজুলের বিদায়

দল দুই শ রানের মাইলফলক পেরিয়েছে একটু আগে। এরই মধ্যে সপ্তম ব্যাটসম্যান হিসেবে বিদায় নিলেন তাইজুল ইসলাম। ধনাঞ্জয়া ডি সিলভার অফ স্ট্যাম্পের বাইরের বলে স্কয়ার কাট করতে গিয়ে ব্যর্থ হন। ফলে ক্যাচ যায় উইকেটরক্ষক নিরোশান ডিকভেলার হাতে।

বাংলাদেশ ২০৬-৭

দিনের শুরুতেই ফিরলেন লিটন

টেস্ট বাঁচাতে হোক কিংবা জয়, দিনের শুরুতে দুই অপরাজিত ব্যাটার লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের দীর্ঘ সময় ধরে টিকে থাকাই ছিল বাংলাদেশের কাম্য। কিন্তু লিটন সেটা মেটাতে পারলেন কই? প্রবীন জয়াবিক্রমার বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন দিনের তৃতীয় ওভারেই। ফলে পরাজয়ের শঙ্কাটা এখন প্রকট হয়েই ধরা দিচ্ছে বাংলাদেশ শিবিরে।

বাংলাদেশ ১৮৩-৬