গতকাল থেকে শুরু হয়েছে সুপার এইটের লড়াই। এ পর্বের তৃতীয় ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। যেখানে টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

আজ বৃহস্পতিবার (২০ জুন) ব্রিস্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

গ্রুপ পর্বে দুর্দান্ত ক্রিকেট খেলেছে আফগানিস্তান। নিউজিল্যান্ডের মতো হট ফেভারিটদের একশর নিচে অলআউট করেছিল রশিদ খানের দল। এমন পারফরম্যান্সের পর তারা জায়গা করে নিয়েছে সুপার এইটে। অন্যদিকে ভারতও প্রত্যাশামতো ক্রিকেট খেলেছে গ্রুপ পর্বে। সেখানে খুব একটা বড় চ্যালেঞ্জে পড়েনি তারা।

আফগানিস্তান একাদশ-

রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, গুলবদিন নাইব, হজরতুল্লাহ জাজাই, রশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, নাবীন উল হক, ফজল হক ফারুকি।

ভারত একাদশ-

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশাব পান্ত, সূর্যকুমার যাদব, শিভাম দুবে, হার্দিক পান্ডিয়া, রাবিন্দ্র জাদেযা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, আর্শদ্বীপ সিং।

এইচজেএস