গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডসের মতো দলকে ছিটকে দিয়ে সুপার এইটে পা রেখেছে বাংলাদেশ। এ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি টাইগাররা। যেখানে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে আগে থেকে নির্ধারিত সূচি অনুযায়ী টস হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সকাল ৬ টায়। তবে টসের ঠিক আগ মুহূর্তে হানা দেয় বৃষ্টি। অবশ্য সেটা খুব একটা দীর্ঘ হয়নি। তারপরও মিনিট পাঁচেকের এই বৃষ্টিতে টসে বিলম্ব হয়েছে।

১৫ মিনিট দেরিতে টস হলেও ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন আসেনি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায়।

গত ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর দল। জাকের আলির পরিবর্তে একাদশে ফিরেছেন শেখ মেহেদি। অস্ট্রেলিয়ার একাদশেও এসেছে দুই পরিবর্তন। অ্যাশটন অ্যাগার ও নাথান এলিসের পরিবর্তে একাদশে ফিরেছেন প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড।

বাংলাদেশ একাদশ-

তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একদশ-

ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

এইচজেএস