করোনা ভালোভাবেই আঘাত হেনেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। কলকাতা নাইট রাইডার্সের পর এবার করোনা পজিটিভ হওয়ার খবর এসেছে চেন্নাই সুপার কিংস শিবির থেকেও। ধোনির দলের দুই কর্মকর্তা ও এক বাস ড্রাইভার করোনা পজিটিভ হয়েছেন।

এরপর বন্ধ করে দেওয়া হয়েছে রাজস্থান রয়্যালস ম্যাচকে সামনে রেখে দলটির অনুশীলন। করোনা আক্রান্ত তিনজনকে ইতোমধ্যেই আলাদা করা হয়েছে দলের বাকিদের থেকে। আইপিএলের দ্বিতীয় লেগে খেলতে বর্তমানে দিল্লিতে আছেন ধোনিরা। 

এর আগে কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী ও পেসার সন্দ্বীপ ওয়ারিয়ারের শরীরে পাওয়া গেছে করোনার অস্তিত্ব। আর তাতেই স্থগিতাদেশ আসে সোমবারের কলকাতা ও বেঙ্গালুরুর ম্যাচটি। 

করোনার এমন ভয়াবহ পরিস্থিতিতে আইপিএল চালিয়ে যাওয়া নিয়ে উঠেছে প্রশ্ন। অ্যাডাম জাম্পাসহ একাধিক ক্রিকেটার করোনার ভয়ে নিজেদের ফ্রাঞ্চাইজি ছেড়ে আইপিএলের মাঝপথেই ফিরে গেছেন দেশে। জৈব বলয়ের সুরক্ষা নিয়ে কড়াকড়ি থাকা সত্ত্বেও করোনা পজিটিভ হওয়ার ঘটনা, আরও একবার অতিমারি সময়ে আইপিএল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হলো!

এমএইচ/এটি