করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই ভাইরাসে আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছেন ক্রীড়া জগতের তারকারা। করোনায় ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে অর্থ সংগ্রহের জন্য একটি চ্যারিটি ম্যাচ আয়োজনের কথা ভেবেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা গ্রেট একাদশ ও টিম শ্রীলঙ্কার মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি আপাতত হচ্ছে না। ম্যাচ শুরুর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গ্রেট একাদশের ক্রিকেটার উপুল থারাঙ্গা। 

সাবেক এই ক্রিকেটার করোনায় আক্রান্ত হলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ম্যাচটি বাতিলের ঘোষণা দেয়। এসএলসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘দেশের মানুষের পাশাপাশি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের সুরক্ষার কথা চিন্তা করে এই ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।’

আজ (মঙ্গলবার) ম্যাচটি হওয়ার কথা থাকলেও শেষপর্যন্ত সেটি আর আলোর মুখ দেখছে না। এই প্রীতি ম্যাচ থেকে অর্জিত অর্থ করোনা মোকাবেলায় কাজে ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। উপুল থারাঙ্গা ছাড়াও সনাথ জয়াসুরিয়ার নেতৃত্বে গ্রেট একাদশে খেলার কথা ছিল অরবিন্দ ডি সিলভা, হাসান তিলকারত্নে, ফারভেজ মাহরুফ, উপুল চন্দনা, নুয়ান কুলাসেকারা, থিলিনা তুষারা, ধামিকা প্রসাদ, চামারা সিলভা, মালিন্দা ওয়ার্নাপুরা, ইন্দিকা ডি সারাম, জিহান মোবারক এবং সামান জয়ন্তের।

টিআইএস