আইপিএল নিয়ে শুরু থেকেই ছিল নানা সমালোচনা। তবে বরাবরই শক্ত জৈব সুরক্ষা বলয়ে থাকার কথা জানিয়েছিল বিসিসিআই। শেষ পর্যন্ত অবশ্য সেটা আর থাকেনি। জৈব সুরক্ষা বলয় ভেঙে আইপিএলে ঢুকেছে করোনা। আক্রান্ত হয়েছেন বেশ কয়েকটি দলের খেলোয়াড় ও কর্মকর্তা। 

তাতে মাঝপথেই আইপিএল স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিসিআই। ভারতে ভয়াবহ করোনা পরিস্থিতিতে আইপিএল আয়োজন কতটা যৌক্তিক ছিল, প্রশ্ন উঠছে তা নিয়ে। তবে ভারতীয় বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, আইপিএল আয়োজন ভুল ছিল না।  

তিনি বলেন, ‘না। আমরা যখন সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন আক্রান্তের সংখ্যা এখনকার কাছাকাছিও ছিল না। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আমরা সফলভাবে করতে পেরেছিলাম।’

সংযুক্ত আরব আমিরাতে আইপিএল আয়োজনের বিষয়ে তিনি বলেন, ‘আলোচনা হয়েছিল। তবে ফেব্রুয়ারিতে ভারতের কোভিড পরিস্থিতি তেমন কিছু ছিল না। গত তিন সপ্তাহে এই হার আকাশ ছুঁয়েছে, এর আগে কিছুই ছিল না। আরব আমিরাতে করা নিয়ে আলোচনা হয়েছিল আমাদের, পরে ভারতেই করার সিদ্ধান্ত নেই।’

কীভাবে আইপিএলের জৈব সুরক্ষা ভেঙে গেল তাও বুঝতে পারছেন না সৌরভ, ‘আমার মনে হয় না কেউ জৈব সুরক্ষা বলয় ভেঙেছিল। যে রিপোর্ট আমরা পেয়েছি, তাতে জৈব সুরক্ষা বলয় উপেক্ষা করার কোনও ঘটনা সামনে আসেনি। কীভাবে সংক্রমণ দেখা দিল, সেটা বলা মুশকিল। কীভাবে সারা দেশে এত মানুষ সংক্রমিত হচ্ছেন, সেটাও বলা কঠিন।’

এমএইচ/এটি