করোনাভাইরাসে টালমাটাল গোটা ভারত। প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর গ্রাফ ঊর্ধমুখী। গতকাল (সোমবার) থেকে আজ (মঙ্গলবার) মৃতের সংখ্যা বেড়েছে। কিছুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল রাজস্থান রয়্যালসের পেসার চেতেন সাকারিয়ার পিতা কাঞ্জিভাই। এরপর করোনায় মারা যান ২০১১ বিশ্বকাপজয়ী দলের সদস্য পিযুষ চাওলার পিতা প্রমোদ কুমার চাওলা।

করোনার কারণে সাবেক সতীর্থের পিতৃবিয়োগের বিষয়টি একেবারেই মেনে নিতে পারছেন না কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পীযূষ চাওলার বাবা। এই খবর শোনার পর ভেঙে পড়েন শচীন। পিযুষ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেন মাস্টার ব্লাস্টার।

সেই টুইট বার্তায় শচীন লিখেছেন, ‘পিযুষের বাবার মৃত্যুর খবর পেয়ে মন ভারাক্রান্ত হয়ে গেছে। তার আত্মার শান্তি কামনা করি। এই কঠিন সময় পিযুষ ও তার পরিবারের প্রতি সমবেদনা রইল।’

নিজের বাবার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানান পিযুষ। সোমবার ইনস্টাগ্রামে এক পোস্টে নিজের বাবার একটি ছবি জুড়ে দিয়ে তিনি লেখেন, ‘আমরা গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আমার বাবা মিস্টার প্রমোদ কুমার চাওলা ১০মে, ২০২১ প্রয়াত হয়েছেন। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং কোভিড পরবর্তী সমস্যাগুলো তীব্র ছিল। প্রার্থনা করুন, এই কঠিন সময়ে যেন আমরা নিজেদের সামলাতে পারি। তার আত্মার শান্তি কামনা করি।’

টিআইএস/জেএস