ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন ক্রিকেটার নাসুম আহমেদ। বাংলাদেশ দলের হয়ে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ঘরের মাঠে আসন্ন শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক স্কোয়ডেও আছেন এই বাঁহাতি স্পিনার। এর মধ্যে জানা যায় নাসুমের বাবা আক্কাস আলীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে গতকাল (১১ মে) জাতীয় দলের ক্যাম্প থেকে ঈদের ছুটিতে সিলেটে ফিরে এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়রি (জিডি এন্ট্রি) করেন নাসুম আহমেদ।

ডায়রিতে নাসুম উল্লেখ করেছেন, গত ৩০ এপ্রিল সিলেট নগরের পশ্চিম পীরমহল্লার বাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যান আক্কাস আলী। এরপর থেকে আর বাসায় ফিরে আসেননি তিনি। আক্কাস আলীর বিবরণে জায়গায় লেখা হয়ে তার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখে দাঁড়ি রয়েছে। নিখোঁজের সময় পরনে লাল রংয়ের হাফ গেঞ্জি এবং কালো রংয়ের লুঙ্গি ছিল।

তুহিন আহমেদ/টিআইএস