করোনাভাইরাস শুরু হওয়ার পর ক্রিকেটীয় প্রত্যাবর্তন সুখকর হয়নি বাংলাদেশ দলের। ঘরের মঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ জিতলেও হারতে হয় টেস্ট সিরিজে। নিউজিল্যান্ডে গিয়ে অসহায় আত্মসমর্পণের পর শ্রীলঙ্কায় গিয়ে আবার টেস্ট সিরিজ হার।

তবুও রঙিন পোশাকের বাংলাদেশ দল ক্রিকেট বিশ্বে সমীহ আদায় করলেও টেস্টের হতশ্রী পারফরম্যান্স থেকে বের হতে পারছে না কিছুতেই। যার প্রভাব স্পষ্ট আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ০-২ ও শ্রীলঙ্কার বিপক্ষে ০-১ ব্যবধানে সিরিজ হারের প্রভাব পড়েছে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। যেখানে আগের রেটিং পয়েন্ট থেকে ৫ পয়েন্ট খুইয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এজন্য অবশ্য র‍্যাঙ্কিংয়ে অবনমন হয়নি অধিনায়ক মুমিনুল হকের দলের। আগের মতোই নবম স্থান ধরে রেখেছে তারা।

টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা দুই স্থানেও কোনো পরিবর্তন আসেনি। যথারীতি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট ভারত ও নিউজিল্যান্ড নিজেদের শীর্ষ দুই স্থান ধরে রেখেছে। অস্ট্রেলিয়াকে একধাপ নিচে ঠেলে চার থেকে তিন নম্বরে উঠে এসেছে ইংল্যান্ড। ৩ পয়েন্ট যোগ হয়ে ১০৯ রেটিং পয়েন্ট তাদের। ৫ রেটিং পয়েন্ট হারিয়েছে অজিরা। বর্তমানে তাদের রেটিং পয়েন্ট ১০৮।

নামের পাশে ৩ পয়েন্ট যোগ হলেও আগের মতো পঞ্চম স্থানে আছে পাকিস্তান। দুই ধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ উঠে এসেছে ৬ নম্বরে। দক্ষিণ আফ্রিকা সাত ও শ্রীলঙ্কা নেমে গেছে আট নম্বর অবস্থানে। নয় নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৪৬ ও ৩৫ পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের দশ নম্বরে জিম্বাবুয়ের।

টিআইএস