জাতীয় দলে অভিষেকের পর থেকেই বল হাতে আলো ছড়াচ্ছেন নাহিদ রানা। ধারাবাহিকতা বজায় রেখেছেন চলমান বিপিএলেও। সবশেষ আজ সিলেটে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নিয়েছেন ৩ উইকেট। 

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে তরুণ এই টাইগার পেসারে মুগ্ধ হয়ে ক্যারিবীয় কিংবদন্তী কোর্টনি ওয়ালশ পরামর্শ দিয়েছিলেন ফিটনেস ধরে রাখতে। পেসারদের ইনজুরি প্রবণতা বেশি থাকে। আজ সংবাদ সম্মেলনেও প্রসঙ্গটি উঠেছে। 

জবাবে নাহিদ বলেন, ‘প্রথমে যেটা বললেন যে, ইনজুরি। ধরেন, মানুষ যুদ্ধে নামলে গুলি খেতে হয়। ক্রিকেট খেলতে আসলে ইনজুরিতে পড়বো। আর যেটা মেইনটেইনের কথা বলছিলেন, ফিটনেস, এগুলো সব নিজে মেইনটেইন করছি। আর বিসিবি যেসব শিডিউল দিয়েছে, ওগুলো মেনে কাজ করার চেষ্টা করছি। সামনে যা হবে আলহামদুলিল্লাহ।’ 

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হলেও ফিজিওর সঙ্গে কথা বলা নিয়ে নাহিদ বলেন, ‘আমাদের জাতীয় দলের বায়েজীদ ভাই ফিজিও আছে; উনার সঙ্গে যোগাযোগ হয়। আমাদের রংপুর দলে সজীব ভাই আছে, উনার সঙ্গে কথা হয়। তো জাতীয় দলের ফিজিওর সঙ্গে অবশ্যই কথা হয়।’

‘দেখেন, আমি শেষ ওয়ানডে ম্যাচ খেলেছি ওয়েস্ট ইন্ডিজে। তারপরে বিরতি পেয়েছি, খেলিনি। বিসিবির একটা ছিল যে, তোমাকে মেইনটেইন করবো এবং পরিকল্পনা দিয়েছে যে তুমি এভাবে ফিটনেস মেইনটেইন করবা এবং ম্যাচ খেলবা। এখন পর্যন্ত বিসিবি বলছে যে আমার বোলিং ঠিক আছে এবং ফিল করতেছি যে শরীর ঠিক আছে। এমনভাবে কিছু আসে নাই বিসিবি থেকে।’

এসএইচ/এফআই