বিশ্ব ক্রিকেটের সবচেয়ে প্রতাপশালী দেশ ভারত। ক্রিকেট মাঠ ও বাইরের বিষয়ে সবসময়ই থাকে তাদের প্রভাব। আগামী মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত। তার আগে সাবেক কিউই তারকা অলরাউন্ডার রিচার্ড হ্যাডলি বলেছেন, ভারত না থাকলে ভিন্ন হতো ক্রিকেটের চেহারা। 

সম্প্রতি ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে এক সাক্ষাৎকার দিয়েছেন হ্যাডলি। যেখানে তিনি কথা বলেছেন ক্রিকেটে ভারতের প্রভাব নিয়েও। ক্রিকেটের জন্যই ভারতকে দরকার বলে মনে করেন এই অলরাউন্ডার। তারা না থাকলে ক্রিকেটের চেহারা ভিন্ন হতো বলেও মনে করেন হ্যাডলি। 

তিনি বলেন, ‘এটা নিয়ে কোনো সন্দেহ নেই ভারত ক্রিকেটকে অনেক লাভ এনে দিচ্ছে। তাদের ছাড়া, ক্রিকেটের চেহারা ভিন্ন হতো। ক্রিকেটের জন্য ভারতকে দরকার। কিন্তু অন্য সব ফরম্যাটের মতো তারা টেস্টেও অনন্য ভূমিকা রাখছে। অস্ট্রেলিয়াতে তাদের টেস্ট পারফরম্যান্স অবিশ্বাস্য ছিল।’ 

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে তিনি বলেন, ‘মনে রাখতে হবে এটা নিরপেক্ষ ভেন্যু। দুই দলই যোগ্য হিসেবে ফাইনালে এসেছে। কারণ চ্যাম্পিয়নশিপের সময় তারা ধারাবাহিক ছিল। এখন যারা বেশি প্রস্তুত থাকবে এবং ইংল্যান্ডে নিজেদের বেশি খাপ খাওয়াতে পারবে তারাই জিতবে।’

আগামী জুনের ১৮-২২ মে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ভারত। আইসিসির নতুন এই টুর্নামেন্টের প্রথম চ্যাম্পিয়ন নির্ধারিত হবে এই ম্যাচ দিয়ে। খেলাটি হবে ইংল্যান্ডের সাউদাম্পটনের রোজ বেলে স্টেডিয়ামে। 

এমএইচ