স্পন্সর চেয়ে বার্লের টুইট, আত্মসম্মানে লেগেছে জিম্বাবুয়ের
রায়ান বার্ল/ফাইল ছবি
আর্থিক অস্বচ্ছলতা যেন জিম্বাবুয়ে ক্রিকেটে রোজকার ব্যাপার। জিম্বাবুয়ে ক্রিকেটের আর্থিক দীনতা এতটাই যে প্রতি ম্যাচ শেষে রীতিমতো জুতো সেলাইয়ের কাজে লেগে পড়তে হয় ক্রিকেটারদের। বিষয়টা জানিয়েই স্পন্সর চেয়ে পোস্ট করেছিলেন দেশটির ক্রিকেটার রায়ান বার্ল। এতে অবশেষে পৃষ্ঠপোষক মিললেও বিষয়টাকে ভালো চোখে দেখেনি জিম্বাবুয়ে বোর্ড। দেশের আত্মসম্মানে আঘাত আসায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে বোর্ডটি।
দিন কয়েক আগে দলটির অলরাউন্ডার বার্ল একটি টুইট করেন। যেখানে জুতোয় আঠা লাগানোর দৃশ্য জুড়ে দিয়ে তিনি লেখেন, ‘একটা স্পন্সর পাওয়া যাবে কি? তাহলে সিরিজ শেষে আর আমাদের জুতো ঠিক করতে লেগে পড়তে হতো না।’
বিজ্ঞাপন
— Ryan Burl (@ryanburl3) May 22, 2021
তাতেই তা নজর কাড়ে ক্রীড়া সরঞ্জাম তৈরির প্রতিষ্ঠান ‘পিউমা’র। তারা বার্লের ডাকে সাড়া দেন। বার্লের সেই টুইটটি রিটুইট করে তারা আশ্বাস দেন পাশে থাকার। জানান, এখন থেকে আর জুতোয় আঠা লাগানোয় মনোযোগ দিতে হবে না তাদের। দু’দিন পরই তাদের কাছে পৌঁছে যায় নতুন জুতো।
তবে বিষয়টি জিম্বাবুয়ে বোর্ড একেবারেই ভালোভাবে নেয়নি। জনসম্মুখে এভাবে পৃষ্ঠপোষক চাওয়ার বিষয়টিকে তারা দেখছে নিজেদের ভাবমূর্তির ক্ষুণ্ণ হওয়া হিসেবে। বোর্ডের ভেতরে আলোচনাও হচ্ছে বেশ, জানাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যম। বলা হচ্ছে, বার্ল যেভাবে পৃষ্ঠপোষক চেয়ে আবেদন করেছেন টুইটারে, বোর্ডের কর্মকর্তারা তাতে নাখোশ। তাদের মতে, এটা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তার বিরুদ্ধে কঠিন শাস্তিও অপেক্ষা করছে।
বিজ্ঞাপন
এনইউ/এটি