আনরিখ নরকিয়া থাকছেন না। ইনজুরির কারণে শেষ হয়ে গিয়েছে তার চ্যাম্পিয়ন্স ট্রফি। অভিজ্ঞ এই পেসারকে ছাড়া বেশ একটা ধাক্কা খেতে হয়েছে দক্ষিণ আফ্রিকার পেস বোলিং বিভাগকে। নরকিয়াকে ছাড়াই পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজের জন্য উড়াল দিয়েছে প্রোটিয়ারা। এবারে অবশ্য আসর শুরু ১১ দিন আগে নতুন একজনকে স্কোয়াডে যুক্ত করেছে তারা। 

৩০ বছর বয়েসী বোলিং অলরাউন্ডার করবিন বশ ইনজুরি আক্রান্ত আনরিখ নরকিয়ার বদলি হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে যুক্ত হচ্ছেন। গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষেই সিরিজে অভিষেক হয়েছিল তার। একইসঙ্গে স্কোয়াডে আরেকজনকে সংযুক্ত করেছে দক্ষিণ আফ্রিকা। বোলার কিওয়ানা এমফাকাও যুক্ত হচ্ছেন দলের সঙ্গে। তিনি পাকিস্তানে যাবেন ট্রাভেলিং রিজার্ভ হয়ে। 

এমফাকাকে যুক্ত করা হচ্ছে জেরাল্ড কোয়েৎজির বিকল্প বিবেচনায়। কোয়েৎজি এরইমাঝে বাদ পড়েছেন গ্রোয়েন ইনজুরির কারণে। এছাড়া বিউরান হেন্ড্রিকস এবং লিজাড উইলিয়ামস এখনো আছেন পুনর্বাসন প্রক্রিয়ার মাঝে। 

করবিন বশ এবং এমফাকা দুজনেই টনি ডি জর্জির সঙ্গে শনিবার পাকিস্তানের উদ্দেশে যাত্রা করবেন বলে জানানো হয়েছে। এছাড়া, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে, দলের সঙ্গে পরামর্শক হিসেবে যোগ দিচ্ছেন পাকিস্তানের সাবেক তারকা ইয়াসির আরাফাত। 

জেএ