আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সারছে ভারত। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট হিসেবে দুবাইয়ে উড়াল দেওয়ার আগে তারা ঘরের মাঠে ইংল্যান্ডকে আতিথ্য দিচ্ছে। প্রথমে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে, এরপর এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে ওয়ানডে সিরিজও। আজ (বুধবার) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নেমে শুভমান গিলের সেঞ্চুরিতে ভারতের পুঁজি সাড়ে তিনশ ছাড়িয়েছে। 

আহমেদাবাদে টস হেরে আগে ব্যাট করতে নেমে সফরকারী ইংলিশ বোলারদের ওপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছেন স্বাগতিক ব্যাটাররা। এক্ষেত্রে কিছুটা এগিয়ে ওপেনার শুভমান গিল। ১০২ বলে ১৪টি চার ও ৩ ছক্কায় ১১২ রানের ইনিংস খেলেছেন। করেছেন আন্তর্জাতিক ওয়ানডেতে সপ্তম সেঞ্চুরি। এমন ইনিংস খেলার পথে বেশকিছু রেকর্ড গড়েছেন গিল। এ ছাড়া ভারতের ৩৫৬ রান সংগ্রহের পথে শ্রেয়াস আইয়ার ৭৮, বিরাট কোহলি ৫২ এবং লোকেশ রাহুল ৪০ রান করেছেন।

গিলের যত রেকর্ড
২৫০০
এদিন ৫০তম আন্তর্জাতিক ওয়ানডে খেলতে নেমে আরেকটি মাইলফলক গড়েছেন শুভমান গিল। সবচেয়ে দ্রুততম ব্যাটার হিসেবে ৫০ ওয়ানডেতে তিনি ২৫০০ রান করেছেন। এতদিন ফরম্যাটটিতে দ্রুততম আড়াই হাজার রানের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি হাশিম আমলার দখলে। তিনি ওই মাইলফলক গড়তে খেলেছিলেন ৫১ ওয়ানডে। এ ছাড়া পাকিস্তানের ইমাম-উল হক ৫২ ওয়ানডে ইনিংসে একই কীর্তি গড়েন।

৫০
ওয়ানডেতে মাইলফলক ম্যাচ খেলতে নেমে সপ্তম সেঞ্চুরি করেছেন গিল। ভারতের প্রথম কোনো ব্যাটার হিসেবে তিনি ৫০তম ম্যাচে এই নজির তৈরি করেছেন। এর আগে ভারতের হয়ে ন্যূনতম ৫০টি ওয়ানডে খেলেছেন ৬৫ পুরুষ ও ২০ নারী ক্রিকেটার। তাদের কারোরই মাইলফলক ম্যাচে সেঞ্চুরির কীর্তি নেই। যা আজ দেখালেন গিল।

১০০
আয়তনের বিচারে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম বিশ্বক্রিকেটের অন্যতম আকর্ষণীয় ভেন্যু। এটি আবার গিলের জন্যও সৌভাগ্যের প্রতীক হিসেবে আলোচিত হচ্ছে। কারণ এই মাঠে ভারতীয় এই ওপেনার তিনটি ফরম্যাটেই সেঞ্চুরি করেছেন, বাদ যায়নি আইপিএলও। ভারতের প্রথম কোনো ব্যাটার হিসেবে একই ভেন্যুতে যেকোনো ফরম্যাটে সেঞ্চুরির কীর্তি গড়লেন ডানহাতি এই ব্যাটার।

এ ছাড়া এক ভেন্যুতে সেঞ্চুরির কীর্তি রয়েছে আরও ৪ ক্রিকেটারের– বাবর আজম (করাচি), ফাফ ডু প্লেসি (জোহানেসবার্গ), ডেভিড ওয়ার্নার (অ্যাডিলেড) ও কুইন্টন ডি কক (সেঞ্চুরিয়ন)।


ভারতের কোনো ব্যাটার হিসেবে ওয়ানডেতে দ্রুততম (৫০ ইনিংসে) সাতটি সেঞ্চুরি করেছেন গিল। এর আগে রেকর্ডটি ছিল সাবেক ওপেনার শেখর ধাওয়ানের (৫৪ ইনিংসে)। এ ছাড়া বিরাট কোহলি সপ্তম ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন ৬৩তম ইনিংসে।

এএইচএস