শেষ ওয়ানডেতে রেকর্ডের সাথে মাইলফলকও ডাকছে সাকিবকে
ক্যারিয়ারজুড়ে অনেক রেকর্ডই ভেঙেছেন গড়েছেন সাকিব আল হাসান। আজ শুক্রবার মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে যেমন ডাকছে দুটো রেকর্ড। সঙ্গে ডাক আছে দারুণ এক মাইলফলকেরও।
বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারের কৃতিত্বটা এতদিন ছিল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। অবসরের আগে তার ঝুলিতে জমা পড়েছিল ২৬৯টি উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুই উইকেট নিয়ে মাশরাফির সে কীর্তিতে ভাগ বসিয়েছেন সাকিব। যুগ্মভাবে বনে গেছেন ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারী। আজ শ্রীলঙ্কার বিপক্ষে একটা উইকেট পেলেই রেকর্ডটা একান্তভাবে নিজের করে নেবেন তিনি।
বিজ্ঞাপন
শুধু তাই নয়, ওয়ানডে উইকেট সংখ্যার দিক থেকে আজই পেছনে ফেলার সুযোগ আছে অ্যালান ডোনাল্ড আর শন পোলককেও। একটা উইকেট পেলে মাশরাফির সঙ্গে জেমস অ্যান্ডারসনকেও পেছনে ফেলবেন তিনি। আর যদি শিকার করেন চার উইকেট, তাহলে ডোনাল্ড, আর ৫ উইকেট পেলে ছাড়িয়ে যাবেন পোলককে।
তবে আরও এক দিক থেকে কিংবদন্তিকে পেছনে ফেলার সুযোগ আছে তার সামনে। মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তার উইকেটসংখ্যা ১২২টি। এক ভেন্যুতে যা যুগ্মভাবে সর্বোচ্চ উইকেট শিকারের নজির। দ্বিতীয় ওয়ানডেতে দুই উইকেট তুলে নিয়েই ছুঁয়ে ফেলেছিলেন ওয়াসিম আকরামকে। আজ শেষ ওয়ানডেতে একটা উইকেট পেলে ছাড়িয়ে যাবেন ওয়াসিমের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১২২ উইকেটের রেকর্ড।
শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও সাকিবকে হাতছানি দিচ্ছে মাইলফলক। আজকের ম্যাচে আর মাত্র ৫২ রান করলেই ১২০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন তিনি। বর্তমানে ওয়ানডেতে ৬৪৫১, টেস্টে ৩৯৩০ আর টি-টোয়েন্টিতে ১৫৬৭ রান তুলেছেন তিনি, সব মিলিয়ে তার রানসংখ্যা ১১৯৪৮ রান।
বিজ্ঞাপন
প্রথম দুই ম্যাচে হাসেনি তার ব্যাট। তবে সতীর্থ মাহমুদউল্লাহ নিশ্চিত, আজই বড় রান অপেক্ষা করছে সাকিবের ব্যাটে। গতকাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সাকিবকে নিয়ে বলার কিছু নেই। সে তার খেলা সম্পর্কে জানে। জানে কখন কী করা প্রয়োজন। একটা ছেলে ১০-১২ বছর ধরে এক নম্বর অলরাউন্ডার এটা তো ছেলেখেলা নয়। ও জানে কখন কতটুকু ব্যাটিং অনুশীলন করা প্রয়োজন। প্রথম ম্যাচে ভালো শুরু করেছিল, বড় করতে পারেনি। তবে আমি নিশ্চিত, কাল ও বড় ইনিংস খেলবে।’ সেটা হয়ে গেলে যে মাইলফলকটাও গড়া হয়ে যায় আজ! সঙ্গে সঙ্গে গড়া হয়ে যায় হোয়াইটওয়াশের ভিত্তিও!
এনইউ