২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির কার্ডিফ ম্যাচটা বাংলাদেশ ভুলবে কী করে? নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদের সেই জোড়া সেঞ্চুরি আর ম্যাচ জয়টা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা ওয়ানডের জায়গা করে নেবে। কার্ডিফে সেদিন চ্যাম্পিয়ন্স ট্রফির এক অনন্য এলিট ক্লাবে নিজেদের নাম তুলেছিলেন বাংলাদেশের এই দুই তারকা। 

গতকাল যেখানে নাম লেখালেন নিউজিল্যান্ডেরই আরও দুই ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ক্রিকেট দুনিয়া ফের দেখল জোড়া সেঞ্চুরি। পাকিস্তানি বোলারদের আক্রমণ সামনে উইল ইয়ং এবং টম ল্যাথাম দুজনে পেয়েছেন দুর্দান্ত দুই সেঞ্চুরি। ইয়াং ১০৭ রানে বিদায় নিলেও ১১৮ রানে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন টম ল্যাথাম।

উইল ইয়াং এবং টম ল্যাথামের সুবাদে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে পঞ্চমবার জোড়া সেঞ্চুরি দেখেছে ক্রিকেট দুনিয়া। ২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো দেখা মিলেছিলো ইনিংসে জোড়া সেঞ্চুরির। 

ইংল্যান্ডের বিপক্ষে সেসময় একই সাথে সেঞ্চুরি করেছিলেন ভারতের সাবেক দুই তারকা ব্যাটার বীরেন্দর শেবাগ ও সৌরভ গাঙ্গুলি। ইংলিশদের দেয়া ২৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সেদিন শেবাগ খেলেছেন ১২৬ রানের ইনিংস। অন্যদিকে ‘প্রিন্স অব ক্যালকাটা’ ১১৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

২০০৬ সালে সেই ইংল্যান্ডের বিপক্ষে একই ইনিংসে সেঞ্চুরি করেন ক্রিস গেইল ও ডোয়াইন ব্রাভো। গেইলের ১০১ রানের পাশাপাশি সেদিন ব্রাভোর ব্যাটে এসেছিলো ১১২ রান। ২০০৯ সালের আসরে এই ইংল্যান্ডের বিপক্ষেই সেঞ্চুরি করেন দুই অস্ট্রেলিয়ান তারকা শেন ওয়াটসন ও রিকি পন্টিং। ইংল্যান্ডের বিপক্ষে সেদিন ওয়াটসন-পন্টিংয়ের ২৫২ রানের জুটিটা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসেই সর্বোচ্চ জুটি। সেদিন ওয়াটসনের ব্যাটে এসেছিলো ১৩৬ রান ও পন্টিং করেছেন ১১১ রান।

আর চ্যাম্পিয়ন্স ট্রফির গত আসরে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাকিয়েছিলেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনে মিলে গড়েন ২২৪ রানের জুটি। সাকিব ১১৪ রানে বিদায় নিলেও সেদিন ১০২ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়েছেন রিয়াদ। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে জোড়া সেঞ্চুরি 

সৌরভ গাঙ্গুলি ও বীরেন্দ্রর শেবাগ (ভারত) - প্রতিপক্ষ : ইংল্যান্ড (২০০২) 
ক্রিস গেইল ও ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ)  - প্রতিপক্ষ : ইংল্যান্ড (২০০৬) 
শেন ওয়াটসন ও রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) - প্রতিপক্ষ : ইংল্যান্ড (২০০৯) 
সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ (বাংলাদেশ)  - প্রতিপক্ষ : নিউজিল্যান্ড (২০১৭) 
উইল ইয়াং ও টম ল্যাথাম (নিউজিল্যান্ড) - প্রতিপক্ষ : পাকিস্তান (২০২৫) 

সবশেষ গতকালের ম্যাচে উইল ইয়াং এবং টম ল্যাথামের ব্যাটে ভর করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা গেল এমন কিছু। দুজনের জুটি আর অসামান্য ইনিংসই পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে ফেলেছিল অনেকখানি। নিউজিল্যান্ড শেষ পর্যন্ত থেমেছিল ৩২০ রানে। পাকিস্তানের ইনিংস শেষ হয় ২৬০ রানে। 

জেএ