নেই মাহমুদউল্লাহ-নাহিদ রানা, বাংলাদেশের একাদশে আছেন যারা
অনেকদিন ধরেই গুঞ্জন ছিল– আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই ওয়ানডে ফরম্যাটে শেষ বৈশ্বিক টুর্নামেন্ট খেলতে নামছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ টুর্নামেন্টটি শুরু করছে। তবে এদিন টাইগারদের একাদশে নেই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ভারতের বিপক্ষে ম্যাচটির আগে শান্ত’র সংবাদ সম্মেলনের বেশিরভাগ জুড়েই ছিল পেসার নাহিদ রানার প্রসঙ্গ। দেশের সর্বোচ্চ গতির এই তারকাকে বাংলাদেশ কীভাবে ব্যবহার করবে, দলে তার প্রভাব মিলিয়ে প্রশ্নবান ছুটেছিল সাংবাদিকদের মুখে। তবে সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশ সেই রানাকে ছাড়াই আজকের একাদশ সাজিয়েছে। তার চেয়ে প্রাধান্য পেয়েছেন তানজিম সাকিব।
বিজ্ঞাপন
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচ খেলবে দল দুটি। রোমাঞ্চকর এই লড়াই শুরুর আগে টাইগার অধিনায়ক শান্ত ২০২২ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়কে সামনে এনে আত্মবিশ্বাস নিতে চাইলেন। এই ম্যাচে বাংলাদেশ তিন পেসার (তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান) এবং দুজন স্পিন অলরাউন্ডার (মেহেদী মিরাজ ও রিশাদ হোসেন) নিয়ে নামছে।
বাংলাদেশের একাদশ : সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমান।
বিজ্ঞাপন
ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, হার্ষিত রানা, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব।
এএইচএস